ক্যাম্পাস প্রতিনিধি ॥
পাইকগাছা কলেজের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। ‘দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস দূর করে শিক্ষার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। এ জন্য শিক্ষার্থীদেরকে নিয়মিত হাজিরসহ মন দিয়ে পড়াশুনা করার তাগিদ ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন-২০২১ রূপকল্প বাস্তবায়নে সবাইকে অংশীদার হতে হবে। বাংলাদেশ সরকারের ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে পাইকগাছা কলেজ এই মহৎ উদ্যোগ গ্রহণ করে। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ, অভিভাবক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন উপাধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বৈদ্য, বিনয় কুমার মন্ডল, বিষ্ণুপদ পাল, প্রভাষক লুৎফা ইসলাম, লিলিমা খাতুন, মাধুরী রানী মন্ডল, মাহাবুবা নাজনীন ইরানী, উম্মে হায়াত মেহেরা বানু, মোমিনুর উদ্দীন, সাংবাদিক আব্দুল আজিজ, এন ইসলাম সাগর ও আব্দুর রাজ্জাক বুলি। অনুষ্ঠানে কলেজের পক্ষ থেকে একাদশ শ্রেণির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫ শতাধিক বই প্রদান করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন