শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

পাইকগাছায় বিভিন্ন মসজিদে অশান্তি, জঙ্গিবাদ ও সন্ত্রাস সম্পর্কিত সতর্কীকরণ খুতবা পাঠ

#‎পাইকগাছাপ্রতিনিধি‬
পাইকগাছার বিভিন্ন মসজিদে বায়তুল মুকাররাম জাতীয় মসজিদে পঠিতব্য “অশান্তি এবং জঙ্গিবাদ ও সন্ত্রাস সম্পর্কে সতর্কীকরণ” খুতবা’র অনুলিপি বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় ইমাম পরিষদের উদ্যোগে পৌরসভার কেন্দ্রীয় থানা মসজিদ, কোর্ট জামে মসজিদ, হাসপাতাল জামে মসজিদ, আল-আমিন জামে মসজিদ, লোনাপানি কেন্দ্র জামে মসজিদ, সরল বায়তুন নূর জামে মসজিদ, বান্দিকাটি জমঈয়তে আহ্লে হাদিস জামে মসজিদ, গোপালপুর জামে মসজিদ, গদাইপুর জামে মসজিদ সহ উপজেলার বিভিন্ন মসজিদে গত শুক্রবার বায়তুল মুকাররাম জাতীয় মসজিদে পঠিতব্য খুতবা’র অনুলিপি বিতরণ করেন। এ ব্যাপারে পাইকগাছা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ শহীদুল ইসলাম জানান, পৌর সদর সহ উপজেলার বিভিন্ন মসজিদে ২২ জুলাই শুক্রবার জুম্মার নামাজের খুতবায় বায়তুল মুকাররাম জাতীয় মসজিদে পঠিতব্য “অশান্তি এবং জঙ্গিবাদ ও সন্ত্রাস সম্পর্কে সতর্কীকরণ” খুতবা পাঠ করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন