শুক্রবার, ২২ জুলাই, ২০১৬

পাইকগাছায় বিভিন্ন হাঁট-বাজারে ফরমালিন বিরোধী অভিযান

‪#‎পাইকগাছাপ্রতিনিধি‬
পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পৌর সদর সহ বিভিন্ন হাঁট-বাজারে ফরমালিন বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম রাসেলের নেতৃত্বে উপজেলা মৎস্য দপ্তরের একটি প্রতিনিধি দল শুক্রবার দিনভর পৌর সদরের মাছ বাজার, চিংড়ি ডিপো, মৎস্য আড়ৎদারী মার্কেট, গদাইপুর বাজার, আগড়ঘাটা বাজার, শামুকপোতা বাজার সহ বিভিন্ন হাঁট বাজারে ফরমালিন বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মাছের ফরমালিন পরীক্ষা করার পাশাপাশি বিভিন্ন ডিপোতে অভিযান পরিচালনা করে মান বজায় না রাখার অভিযোগে বিপুল পরিমান বাগদা চিংড়ি বিনষ্ট করেন। অভিযান কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল ও অফিস সহকারী সুভাষ চন্দ্র বসু।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন