রবিবার, ২৪ জুলাই, ২০১৬

পাঠপুস্তকে গণমাধ্যম অর্ন্তভূক্ত করার দাবীতে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি

মফস্বল ডেস্ক॥
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে পাঠ্য পুস্তকে গণমাধ্যম বিষয় অর্ন্তভূক্ত করার দাবীতে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার সকালে পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাঃ নাজমুল হকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন পাইকগাছা কলেজ, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়, পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ও পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন রাজা, সাংগঠনিক সম্পাদক এন ইসলাম সাগর ও কোষাধ্যক্ষ ইমদাদুল হক, শিক্ষার্থী সাব্বির আহমেদ, আরিফা খাতুন, মরিয়াম আক্তার, মিল্টন মাখাল, আমান উল্লাহ, আব্দুল কাদের, ডলি সরকার, সাগরিকা মন্ডল, ত্বন্নী আক্তার, আনোয়ারা আক্তার, রুমা খাতুন, তানভীর রহমান, জুবায়ের, রাতুল সরকার, কান্তা রায়,হাবিবা সুলতানা, হুমাইয়ারা ইয়াসমিন দিশা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন