শনিবার, ৯ জুলাই, ২০১৬

পাইকগাছায় বিশ্ব বরেণ্য বিজ্ঞানী পি.সি. রায়ের ৭২তম মহাপ্রয়াণ দিবস উদযাপিত

বিজ্ঞানীর নামে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
বিশেষপ্রতিনিধি॥
পাইকগাছায় প্রতিকৃতিতে মাল্যদান, কবিতা পাঠ, প্রবন্ধ প্রতিযোগিতা, স্মৃতি পদক প্রদান, দুর্লভ ছবি প্রদর্শন, আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র (পি.সি) রায়ের ৭২ তম মহাপ্রয়াণ দিবস উদযাপিত হয়েছে। আচার্য প্রফুল্ল চন্দ্র সাহিত্য পরিষদের উদ্যোগে শনিবার সকালে মহাকবি মাইকেল মধুসুধনের জননী জাহ্নবী দেবীর জন্মস্থান রাড়–লীস্থ কাটিপাড়া মাধ্যমিক বিদ্যালয় চত্ত্বরে আচার্য প্রফুল্ল চন্দ্র সাহিত্য পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক রনজিত কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞানী পি.সি রায়ের জীবনাদর্শনের উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনদ কুমার, সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বি.এল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রফেসর আব্দুল হান্নান, আচার্য প্রফুল্ল চন্দ্র প্রচার মঞ্চের সভাপতি অধ্যক্ষ হরেকৃষ্ণ দাশ, সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক, ভাইস প্রিন্সিপাল ড. রেভা. সাইমন আর বিশ্বাস। বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক অরুন কুমার দাশ, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, আচার্য প্রফুল্ল চন্দ্র সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ পঞ্চানন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, আ’লীগনেতা শংকর দেবনাথ, উত্তম কুমার দাশ, মুর্শিদা পারভীন পাঁপড়ী ও গণেশ চন্দ্র হালদার। অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞানীর নামে “আচার্য প্রফুল্ল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” স্থাপনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। অনুষ্ঠানে আচার্য প্রফুল্ল চন্দ্র প্রচার মঞ্চের পক্ষ থেকে বিজ্ঞানীর শতাধিক দুর্লভ ছবি প্রদর্শন ও মহাপ্রয়াণ দিবস উপলক্ষে প্রকাশিত স্মারক গ্রন্থ ‘প্রফুল্ল কানন’র মোড়ক উন্মোচন করা হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, বিজ্ঞানী পি.সি. রায় ১৮৬১ সালের ২ আগস্ট খুলনার পাইকগাছা উপজেলার রাড়–লী গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৪৪ সালের ১৬ জুন মৃত্যুবরণ করেন। তার পিতা হরিশ্চন্দ্র রায় ও মাতা ভূবন মোহনী রায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন