সোমবার, ১৮ জুলাই, ২০১৬

পাইকগাছায় ৫ বছরে ২ হাজার ৮শ ৭৩ মেট্রিকটন অতিরিক্ত চিংড়ি ও মাছ উৎপাদন

‪#‎বিশেষপ্রতিনিধি‬
সরকারের নানামুখি পদক্ষেপ, মৎস্য অধিদপ্তরের নিবিড় তদারকি ও উন্নত চাষাবাদের ফলে চিংড়ি অধ্যুষিত খুলনার পাইকগাছা উপজেলা থেকে গত ৫ বছরে ২ হাজার ৮শ ৭৩ মেট্রিকটন চিংড়ি ও মাছ অতিরিক্ত উৎপাদন হয়েছে। একই সাথে পূর্বের চেয়ে হেক্টর প্রতি ৪৫ কেজি চিংড়ি উৎপাদন বৃদ্ধি পেয়েছে। এদিকে ১৯-২৫ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৬ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তর সপ্তাহ ব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে। সূত্রমতে, ৮০’র দশকে উপকূলীয় এ উপজেলায় শুরু হয় লবণ পানির চিংড়ি চাষ। বর্তমানে উপজেলায় ২০ হাজার হেক্টর জমিতে ছোট বড় প্রায় ৪ হাজার চিংড়ি ঘের রয়েছে। শুরুতেই সনাতন পদ্ধতিতে চিংড়িচাষ হওয়ার ফলে হেক্টর প্রতি উৎপাদন ছিল খুবই কম। ২০০৮ সালে বর্তমান সরকার ক্ষমতায় এসে চিংড়ি ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষে নানা মুখি পদক্ষেপ গ্রহণ করে। একই সাথে নিবিড় মনিটরিং করে মৎস্য দপ্তর কর্তৃপক্ষ। এর ফলে ধীরে ধীরে উৎপাদন বৃদ্ধি পায় চিংড়ি ও অন্যান্য মাছের। উপজেলা মৎস্য অফিসের সূত্রমতে, ২০১০ সালে উপজেলা থেকে চিংড়ি ও অন্যান্য মাছ উৎপাদন হয় ১১ হাজার ৮শ ৫৯ মেট্রিকটন। যার মধ্যে চিংড়ি ৫ হাজার মেট্রিকটন, পারশে, টেংরা সহ সাদা মাছ ২ হাজার ৪শ ৩৯ মেট্রিকটন, কাঁকড়া ৩ হাজার ২শ মেট্রিকটন, অন্যান্য চিংড়ি ১ হাজার ১শ ৬০ মেট্রিকটন। একই বছর হেক্টরপ্রতি চিংড়ি উৎপাদন হয় ৩শ কেজি। উৎপাদন বৃদ্ধির এ ধারাবাহিকতা অব্যহত থাকায় ২০১৫ সালে এসে চিংড়ি ও অন্যান্য মাছ উৎপাদন হয় ১৪ হাজার ৭শ ৩২ মেট্রিকটন। যার মধ্যে চিংড়ি ৫ হাজার ৯শ ৬০ মেট্রিকটন, সাদা মাছ ৪ হাজার ৭শ ২২ মেট্রিকটন, কাঁকড়া ৪ হাজার ৫০ মেট্রিকটন। হেক্টর প্রতি চিংড়ির উৎপাদন দাড়ায় ৩৪৫ কেজি। যা বিগত ৫ বছরে মোট উৎপাদনের ২ হাজার ৮শ ৭৩ মেট্রিকটন বেশি। সরকারের নানামুখি পদক্ষেপ, মৎস্য অধিদপ্তরের নিবিড় তদারকি ও উন্নত চাষাবাদের ফলে সারা দেশের ন্যায় মৎস্য অধ্যুষিত এ উপজেলায় চিংড়ি সহ অন্যান্য মাছের উৎপাদন বেড়েছে বলে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল জানান। এদিকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য দপ্তর গ্রহণ করেছে সপ্তাহ ব্যাপী কর্মসূচী। যার মধ্যে রয়েছে, মঙ্গলবার সংবাদ সম্মেলন ও মাইকিং এর মাধ্যমে প্রচার প্রচারণা, বুধবার র‌্যালী, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্ত ও উদ্বোধনী অনুষ্ঠান। বৃহস্পতিবার মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি বিষয়ে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। শুক্রবার ফরমালিন বিরোধী অভিযান। শনিবার বিভিন্ন স্কুল কলেজে মৎস্য চাষ বিষয়ক আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন। রবিবার হাটবাজার/জনবহুল স্থানে মৎস্য চাষ ভিত্তিক উদ্বুদ্ধকরণ সভা। সবশেষে সোমবার জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৬ মূল্যায়ন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন