সোমবার, ২৫ জুলাই, ২০১৬

পাইকগাছায় মৎস্য সপ্তাহের সমাপনিতে ৬ জন মৎস্য চাষিকে পুরস্কার প্রদান

পাইকগাছা  প্রতিনিধি ॥
পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনি অনুষ্ঠান সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, লোনাপানি কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা নিলুফা বেগম, ড. মোঃ লতিফুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা সাবরিনা খাতুন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মিহির বরণ মন্ডল, প্রাক্তন উপাধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, ইউপি চেয়ারম্যান কওছর আলী জোয়াদ্দার। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা মকবুল হেসেন, সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন ও মাওঃ অজিয়ার রহমান। অনুষ্ঠানে মৎস্য খাদ্য উৎপাদনে গাংচিল হ্যাচারীর ব্যবস্থাপনা পরিচালক, কাঁকড়ার ফ্যাটেনিংএ লক্ষ্মী রানী বাছাড়, রুই জাতীয় পোনা পালনে আব্দুর রহমান বিশ্বাস ও বাগদা চিংড়ি চাষে জিএম মালেকুজ্জামান, সুফলা রানী সানা ও মিজানুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন