পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় নববধূ অপহৃত হওয়ার ঘটনায় থানায় অপহরণ মামলা হয়েছে। মামলা করার ৩ দিন অতিবাহিত হলেও পুলিশ এখনো পর্যন্ত ভিকটিম নববধূকে উদ্ধার করতে পারেনি। তবে ঘটনাটি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকেই। অনেকেই বলছেন পূর্ব পরিচিত হিসাবে আসামীরা নববধুকে অপহরণ করেছে আবার অনেকেই বলছেন প্রেমজ সম্পর্কের সূত্রধরে প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে নববধু স্মরণিকা মন্ডল। মামলা সূত্রে জানাগেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নের উত্তর কাইনমুখি গ্রামের শিবপদ মন্ডলের কলেজ পড়–য়া মেয়ে স্মরণিকা মন্ডল (২০) এর গত ২০ দিন আগে বিয়ে হয় দাকোপ উপজেলার কামিনীবাসী গ্রামের মৃণাল সরদারের সাথে। বিয়ের পর গত ২ জুলাই পিতৃলয়ে বেড়াতে আসে স্মরণিকা ও তার স্বামী মৃণাল। এদিকে গত বুধবার ভোরে প্রকৃতির ডাকে বাড়ির বাইরে গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা তালা উপজেলার কাঠবুনিয়া গ্রামের সুকুমার মন্ডলের ছেলে সুদর্শন মন্ডল (২৩) ও তার অন্যান্য সহযোগীরা জোর পূর্বক স্মরণিকাকে অপহরণ করে মটর সাইকেল যোগে পালিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ৭ জুলাই বৃহস্পতিবার অপহৃত স্মরণিকার মা সুষমা মন্ডল বাদী হয়ে থানায় সুদর্শন সহ ৫ জনকে আসামী করে অপহরণ মামলা করে। যার নং-০৭। এ ব্যাপারে প্রকৃত ঘটনা উদঘাটন ও ভিকটিম উদ্ধার এবং আসামী গ্রেফতারে পুলিশি চেষ্টা অব্যহত রয়েছে বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই স্বপন রায় জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন