বুধবার, ১৩ জুলাই, ২০১৬

পাইকগাছার সরদার আবু হোসেন কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

#ক্যাম্পাসপ্রতিনিধি
পাইকগাছার ঐতিহ্যবাহী সরদার আবু হোসেন কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠান- ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলেজ মিলনায়তনে অধ্যক্ষ শেখ ফারুক উদ্দীনের সভাপতিত্বে ও প্রভাষক মোঃ বজলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক মোস্তফা জামান বাপ্পী, আবু সালেহ মোঃ ইকবল, আজিজুর রহমান, এস রোহতাব উদ্দীন আহম্মেদ, দেলোয়ার হোসেন, বিপ্লব কান্তি রায়, মনোজিত মন্ডল, সুনিল কুমার, অরিন্দম চক্রবর্তী, তরঙ্গ কুমার মন্ডল, সুভাষ মন্ডল, নূর মোহাম্মদ রুমী, শিক্ষার্থী সাকিল আহম্মেদ, শফিকুল ইসলাম, আবু সাঈদ, অন্তরা সানা, তৃপ্তি, দুলাল, নবাগত শিক্ষার্থী মরিয়াম খানম হিয়া, অলকেশ মন্ডল, রাবেয়া খাতুন, পপি খাতুন, জাকির হোসেন, আজাদ হোসেন, ফয়সাল আহম্মেদ, কিশোর কুমার, অহেদুর রহমান, রোকনুজ্জামান, প্রনব সানা ও রণি হাসান। অনুষ্ঠানে শতাধিক নবাগত শিক্ষার্থীকে ফুল, ডায়েরী ও কলম দিয়ে বরণ করে নেয়া হয়। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন