বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০১৬

পাইকগাছায় মাদ্রাসা ছাত্রসহ আটক ২; জঙ্গী কানেকশন খতিয়ে দেখা হচ্ছে

বিশেষ প্রতিনিধি॥
খুলনার পাইকগাছায় সংখ্যালঘু হিন্দু পরিবারের বাড়ীতে গিয়ে ইসলামের দাওয়াত ও জিহাদী বই বিতরণের অভিযোগে পুলিশ মাদরাসা মুকুল নামে এক মাদ্রাসাছাত্র দু’জনকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউপির আমিরপুরের রায় বাড়ীতে এ ঘটনা ঘটেছে। পুলিশ ও রায় বাড়ী সুত্রে জানাগেছে- ঘটনার সময় দুপুরে মুকুল নামে এক যুবক ইসলাম কায়েম ও প্রচারের কথা বলে মাওঃ মোহাম্মদ কালীম সিদ্দিকীর লেখা ‘আপনার সমীপে আপনার আমানত’ বইটি দিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক প্রণব রায়ের মোবাইল নম্বর, তার আমেরিকা প্রবাসী ছেলেসহ পরিবারের অন্যান্য সদস্যদের তথ্য নেয়। জানা গেছে, এ সময় মুকুল ঐ বাড়ীর ৩ কলেজ ছাত্রীর কাছে এ বই বিতরণ করেন। এক পর্যায়ে সংখ্যালঘু এলাকায় এ খবরটি ছড়িয়ে পড়লে ভীতির সঞ্চার হয়। ঘটনাটি স্থানীয় পুলিশ ক্যাম্প পর্যন্ত গড়ালে বাইনবাড়িয়া পুলিশ ক্যাম্পের আইসি এস,আই শাহাবুদ্দীন রাত ১০ টার দিকে মৌখালী হাইস্কুলের সামনে রাস্তার উপর থেকে জিহাদী একটি বই সহ জাহিদুল ইসলাম মুকুলসহ পাশে দাঁড়িয়ে থাকা রাশেদ নামে এক কলেজ ছাত্রকে আটক করে। পুলিশ জানিয়েছে, মুকুল কমলাপুরের জাকারিয়া গাজীর ছেলে। মুকুল পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে ঢাকায় একটি মাদরাসায় লেখাপড়া করে। ওসি (তদন্ত) জাবীদ হাসান জানান মুকুলের কোন জঙ্গী কানেকশন আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এই মুহুর্তে বেশি কিছু বলা যাবে না বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন