
পাইকগাছা কলেজের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ ও পাঠদান উদ্বোধনী অনুষ্ঠান রোববার সকালে কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনোরঞ্জন মন্ডলের সভাপতিত্বে ও প্রভাষক মাসুদুর রহমান মন্টুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, প্রাক্তন উপাধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বৈদ্য, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, তৃপ্তি রঞ্জন সেন, পরিচালনা পর্ষদের সদস্য কামরুল ইসলাম। বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক বিনয় কুমার মন্ডল, প্রভাষক আ,জ,ম, আব্দুল হাকিম, লিলিমা খাতুন, আজিজুল ইসলাম, জিএম রহমত আলী, তারেক আহম্মেদ, নিখিল কুমার মন্ডল, বিপ্লব কুমার মন্ডল, আব্দুর রাজ্জাক বুলি, নবাগত শিক্ষার্থী পাপড়ী মন্ডল, মোঃ হুসাইন ও শেখ অসিবুর রহমান। অনুষ্ঠানে একাদশ শ্রেণির নবাগত দেড়শতাধিক শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন