বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭

পাইকগাছায় ঘুষ, দূর্নীতি মুক্ত টাউন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও নৈশ প্রহরী নিয়োগ পরীক্ষা সম্পন্ন

মেয়র সেলিম জাহাঙ্গীরের ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন
বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছার টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও নৈশ প্রহরী নিয়োগ পরীক্ষা পর্যবেক্ষকদের উপস্থিতিতে সম্পন্ন করা হয়েছে। দূর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, গণমাধ্যম ব্যক্তি ও সুশীল সমাজের উপস্থিতিতে সম্পূর্ণ ঘুষ, দূর্নীতি ও উৎকোচ মুক্ত নিয়োগ পরীক্ষা সম্পন্ন করেন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বৃহস্পতিবার সকালে পাইকগাছা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় সহকারী প্রধান শিক্ষক পদে ৪জন ও নৈশ প্রহরী পদে ৭ প্রার্থী অংশগ্রহণ করেন। নিয়োগ পরীক্ষায় উপস্থিত ছিলেন, পাইকগাছা কলেজের অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবদীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জিএমএম আজাহারুল ইসলাম, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, নারায়ণ চন্দ্র শিকারী, প্রাক্তন প্রধান শিক্ষক সৈয়দ আলী মোড়ল, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি মোর্তজা জামান আলমগীর রুলু, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, মৎস্য আড়ৎদারী সমিতির সাধারণ সম্পাদক স ম আব্দুর রব, প্রেসক্লাবের সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, সাবেক সভাপতি জিএ গফুর, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রিন্টু, এসএম আলাউদ্দীন সোহাগ, সাংবাদিক ইমদাদুল হক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। উপস্থিত সুশীল সমাজ নেতৃবৃন্দের পরামর্শ মোতাবেক তাৎক্ষনিক প্রশ্নপত্র তৈরী করার মাধ্যমে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। উল্লেখ্য, পরীক্ষার আগে মেয়র সেলিম জাহাঙ্গীর তার ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পরীক্ষায় উপস্থিত থাকার জন্য সুশীল সমাজের প্রতি আহ্বান জানান। এর আগেও তিনি স্বচ্ছতার ভিত্তিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পৌরসভার নিয়োগ দিয়ে নজির বিহিন দৃষ্টান্ত স্থাপন করেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন