মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭

পাইকগাছায় সরকারি শিক্ষকদের ৭ দফা দাবীর পাক্ষিক কর্মসূচি শুরু

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ইউনিট শাখার উদ্যোগে সরকারী শিক্ষকদের ৭ দফা দাবী আদায়ের লক্ষে পাক্ষিক কর্মসূচি শুরু করা হয়েছে। বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) সরকারি শিক্ষকদের ১৯৯৭ হতে ২০১১ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের বকেয়া প্রথম ও দ্বিতীয় টাইম স্কেল, সিলেকশন গ্রেড, প্রথম শ্রেণির গেজেটেড পদ মর্যাদা ও জেলা শিক্ষা অফিসার পদে প্রমোশন সহ ৭ দফা দাবী আদায়ের লক্ষে সারাদেশে ১২ সেপ্টেম্বর হতে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত পাক্ষিক কর্মসূচি ঘোষণা করেন। কেন্দ্রীয় এ কর্মসূচির অংশহিসাবে মঙ্গলবার সকালে ৭ দফা দাবী সম্বলিত ব্যানার নিয়ে কর্মসূচির শুভ সূচনা করেন পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ইউনিট শাখার নেতৃবৃন্দ। প্রথম দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইউনিট শাখার সভাপতি ও প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফফার, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, শিক্ষক দিলিপ কুমার দাশ, প্রদীপ কুমার শীল, মোঃ রহমত আলী, মোঃ ইসমাইল হোসেন ও মোঃ ইমরুল ইসলাম। নির্ধারিত সময়ের মধ্যে দাবী না মানলে আগামী ২৭ সেপ্টেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলীপি প্রদান করা হবে বলে ইউনিট শাখার নেতৃবৃন্দ জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন