সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০১৭

পাইকগাছায় সিনিয়র সাংবাদিক মিন্টুর দাফন সম্পন্ন; গভীর শোক

পাইকগাছা প্রতিনিধি॥
পাইকগাছার সিনিয়র সাংবাদিক শেখ আজগর হোসেন মিন্টু’র দাফন সম্পন্ন করা হয়েছে। রোববার দুপুরে জানাযা শেষে হিতামপুরস্থ পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। উল্লেখ্য উপজেলার হিতামপুর গ্রামের মৃত ডাঃ শেখ হাবিবুর রহমানের ছেলে সিনিয়র সাংবাদিক আজগর হোসেন মিন্টু(৫৮) হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে শনিবার সন্ধ্যা ৬ টার দিকে ঢাকার বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার মা ও ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রয়েছে। এদিকে আজগর হোসেন মিন্টুর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন-উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম বাবর আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, পাইকগাছা প্রেসক্লাব ও মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি, সম্পাদকসহ নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন