শুক্রবার, ২৪ জুন, ২০১৬

পাইকগাছার চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয়ের অবৈধ প্রক্রিয়ায় প্রধান শিক্ষক নিয়োগ বন্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ

বিশেষ প্রতিনিধি
পাইকগাছার চাঁদখালী বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ে মোটা অংকের অর্থের বিনিময়ে বিদ্যালয়ের সভাপতি প্রধান শিক্ষক নিয়োগ দিচ্ছেন বলে ম্যানেজিং কমিটির সদস্যরা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছেন। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
    অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার চাঁদখালী বহুমুখি মাধ্যমিক বিদ্যলয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদের একজন প্রার্থী হিসেবে দরখাস্ত করে দায়িত্বে থেকে নিজেই নিয়োগ সংক্রান্ত সকল প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। এমনকি গোপাল মন্ডল সুকৌশলে তারই এক আত্মীয় খুলনা ল্যাবরেটরী স্কুলের প্রধান শিক্ষককে ডিজি এর প্রতিনিধি মনোনীত করেছেন এবং একই বিদ্যালয়ে আগামী ২৬ জুন নিয়োগ পরীক্ষারস্থান নির্ধারন করেছেন। সরকারী বিধান না থাকা সত্বেও গোপাল মন্ডল নিজেই প্রার্থী হয়ে উক্ত নিয়োগ প্রক্রিয়ার ডিজি প্রতিনিধি চাওয়াসহ নিয়োগ বোর্ড অনুষ্ঠানের যাবতীয় কাজ নিজ স্বাক্ষরে গোপনে চালিয়ে যাচ্ছেন। এমনকি গোপাল চন্দ্রের সকল পরীক্ষার সনদ তৃতীয় বিভাগ বলে অভিযোগে পত্রে উল্লেখ করা হয়েছে। একারেন ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্য মোঃ খায়রুল ইসলাম, ফরিদ রহমান ও মোঃ আব্দুস সালাম এহেন অযোগ্য ব্যক্তিকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ার জন্য জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দিয়েছেন। অভিযোগ সুত্রে আরো জানা গেছে, মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গভীর ষড়যন্ত্রের জাল বিস্তার করে ম্যানেজিং কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যদের অবহিত না করে পাতানো নিয়োগ পরীক্ষা বন্ধ করে নতুনভাবে ডিজি প্রতিনিধি ও পরীক্ষারস্থান নির্বাচনের মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে যোগ্য প্রার্থীকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন কমিটির সদস্যবৃন্দ।
প্রতিনিধি॥

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন