সোমবার, ৬ জুন, ২০১৬

পাইকগাছায় নদ-নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি; পৌর বাজার প্লাবিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় অমাবস্যার প্রভাবে নদ-নদীতে অস্বাভাবিক জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। জোয়ারের উপচেপড়া পানিতে পৌর বাজার সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এতে ব্যবসায়ীক কার্যক্রম সহ স্বাভাবিক জনজীবন মারাত্মক ভাবে ব্যহত হয়। শহররক্ষা বাঁধ না থাকায় পৌর বাজারে প্লাবিত হওয়ার ঘটনা প্রতিনিয়ত ঘটছে। উল্লেখ্য চলতি অমাবস্যার প্রভাবে উপজেলার শিবসা, কপোতাক্ষ, কড়–লিয়া, গুণখালী, ভদ্রা সহ উপজেলার সকল নদ-নদীতে গত কয়েকদিন অস্বাভাবিক
জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে সোমবার সকালে জোয়ারের সময় শিবসার উপচেপড়া পানিতে পৌর বাজারের মাংস মার্কেট, কাঁকড়া মার্কেট, মাছ বাজার, সবজি বাজার, চিংড়ি বিপনন মার্কেট সহ গুরুত্ব পূর্ন বেশ কয়েকটি মার্কেট হাটু পানিতে তলিয়ে যায়। এ সময় ব্যবসায়ীক কার্যক্রম ও স্বাভাবিক জনজীবন কয়েক ঘন্টা মারাত্মক ভাবে ব্যহত হয়। এ ব্যাপারে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর জানান, পাউবো অফিস সংলগ্ন এলাকা থেকে মৎস্য আড়তদারী মার্কেট পর্যন্ত শহররক্ষা বাঁধ না থাকায় নদীর উপচেপড়া পানিতে প্রায় সময় পৌর বাজারের কয়েকটি মার্কেট পানিতে তলিয়ে যায়। শহররক্ষা বাঁধ স্থাপনের ব্যাপারে পাউবো কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। কিন্তু তাদের উদাসিনতার কারণে আজও শহররক্ষা বাঁধ নির্মাণ করা সম্ভব হয়নি। তবে পৌর বাজার প্লাবিত হওয়ার হাত থেকে রক্ষার জন্য জরুরী ভিত্তিতে শহররক্ষা বাঁধ নির্মাণের দাবী জানিয়েছে পৌরবাসী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন