বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১৬

পাইকগাছায় এমপি নূরুল হকের ঐচ্ছিক তহবিল থেকে ৫৭ দুস্থ ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান

পাইকগাছা প্রতিনিধি ॥
খুলনা- ৬ পাইকগাছা-কয়রার সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের ঐচ্ছিক তহবিল থেকে ৫৭ জন দুস্থ ও অসহায় ব্যক্তিকে ২ লাখ ১৭ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও নাহিদ-উল-মোস্তাকের সভাপতিত্বে সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ’লীগনেতা এমপি পুত্র শেখ মনিরুল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ, এন ইসলাম সাগর, এ্যাডঃ ইদ্রিসুর রহমান মন্টু, উপজেলা পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক মোঃ দাউদ শরীফ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠানে এলাকার ৫৭ জন দুস্থ ও অসহায় ব্যক্তিকে এমপি নূরুল হকের ঐচ্ছিক তহবিল থেকে ২ লাখ ১৭ হাজার টাকার চেক প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন