বুধবার, ১৫ জুন, ২০১৬

পাইকগাছায় মা চিংড়ি আহরণ নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময়

পাইকগাছা  প্রতিনিধি ॥
    পাইকগাছায় মা চিংড়ি আহরণ নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়নের লক্ষে হ্যাচারী মালিক ও পোনা ব্যবসায়ীদের সাথে স্থানীয় প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের এক মতবিনিময় সভা মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইউএনও নাহিদ-উল-মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল, উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শরিফুল ইসলাম, জেলা হ্যাচারী চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম কিবরিয়া রিপন ও পপুলার হ্যাচারী মালিক সুনীল কুমার মন্ডল। উল্লেখ্য ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগর থেকে মা বাগদা চিংড়ি আহরণ নিষিদ্ধ করেছে সরকার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন