বৃহস্পতিবার, ৯ জুন, ২০১৬

পাইকগাছা আলিম মাদরাসার সভাপতি হলেন এমপি পুত্র মনিরুল

ক্যাম্পাস প্রতিনিধি॥
পাইকগাছা-কয়রার সংসদ সদস্য এড. শেখ মোঃ নূরুল হক এর জেষ্ঠ্য পুত্র পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য শেখ মনিরুল ইসলাম পাইকগাছা আলিম মাদরাসা’র সভাপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা এর বামাশিবো/প্রশা/১৩৫৭/২/নথি নং খুলনা-৬৫ নং প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। কমিটির সদস্য সচিব উক্ত মাদরাসার অধ্যক্ষ এবং কমিটির সদস্যরা হলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এড. স ম বাবর আলী, শেখ আব্দুর রাজ্জাক, মনিরুল ইসলাম, কামরুল ইসলাম, মোঃ ময়নুল ইসলাম, নুরু গাজী, আবু হেনা মোস্তফা কামাল ও সুকুমার মন্ডল। শিক্ষা বোর্ডের পক্ষে রেজিস্ট্রার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পাইকগাছা আলিম মাদরাসা পরিচালনার জন্য বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড, ঢাকা (গভার্ণিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯-এর সংশ্লিষ্ঠ প্রবিধান অনুসারে ঘোষিত সদস্যদের সমন্বয়ে গঠিত সভাপতি মনোনয়নসহ গভর্ণিং বডি/ম্যানেজিং কমিটি/ সংস্থা পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি মনোনয়নসহ গভার্নিং বডি/ম্যানেজিং কমিটি ১ম সভা অনুষ্ঠানের তারিখ হতে পরবর্তী ২ বছরের জন্য উক্ত কমিটির অনুমোদন দেওয়া হলো। কমিটি অনুমোদনের প্রজ্ঞাপন জারির পরবর্তী ৩০ দিনের মধ্যে প্রবিধান ৩৩(১) অনুসারে ১ম সভা করতে হবে এবং উক্ত সভায় একজন শিক্ষানুরাগী ব্যক্তিকে বিদ্যেৎসাহী সদস্য হিসাবে কো-অপ্ট করে বোর্ডকে অবহিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। এদিকে এমপি পুত্র আলিম মাদরাসার সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন