পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও সাবেক এমএনএ শহীদ এমএ গফুরের ৪৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহীদ এমএ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জগদীশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, শহীদ এমএ গফুরের জ্যৈষ্ঠ পুত্র আনোয়ার ইকবাল মন্টু, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারী, সেলিনা পারভীন, রুনু বাছাড়, রবিন্দ্রনাথ রায়, সাংবাদিক আব্দুল আজিজ, তৃপ্তি রঞ্জন সেন, প্রকাশ ঘোষ বিধান, প্রভাষক ময়নুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল
পাইকগাছায় মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও সাবেক এমএনএ শহীদ এমএ গফুরের ৪৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহীদ এমএ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জগদীশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, শহীদ এমএ গফুরের জ্যৈষ্ঠ পুত্র আনোয়ার ইকবাল মন্টু, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারী, সেলিনা পারভীন, রুনু বাছাড়, রবিন্দ্রনাথ রায়, সাংবাদিক আব্দুল আজিজ, তৃপ্তি রঞ্জন সেন, প্রকাশ ঘোষ বিধান, প্রভাষক ময়নুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল
কালাম আজাদ। বক্তব্য রাখেন, শিক্ষক শংকর কুমার মন্ডল, শিল্পী পারভীন, সাধনা রায়, পাপিয়া পারভীন, সুরাইয়া ইয়াসমিন, প্রিয়ংকা মিস্ত্রী, অনাদী কুমার সরকার, সাবেক ছাত্র নেতা মিজানুর রহমান ও সুবোধ চক্রবর্তী। সভায় বক্তারা শহীদ এমএ গফুরের ভাষা সৈনিকের স্বীকৃতি ও মৃত্যু বার্ষিকী জাতীয় ভাবে পালনের দাবী জানান। উল্লেখ্য শহীদ এমএ গফুর ১৩৩২ বঙ্গাব্দ ২৬ বৈশাখ খুলনা জেলার বর্তমান কয়রা উপজেলার হরিনগর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মৃত জনাব আলী সানা ও মাতা সোনাবান বিবি। কর্মময় জীবনে তিনি ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আস্তাবান ও কাছের মানুষ। তিনি ৫২’র ভাষা আন্দোলনে খুলনায় নেতৃত্ব দেন। ১৯৬৯ সালে আওয়ামীলীগে যোগদান করার মাধ্যমে গণ অভ্যূত্থান আন্দোলনে ঝাপিয়ে পড়েন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি পাইকগাছা-কয়রা ও আশাশুনি এলাকা থেকে এমএনএ নির্বাচিত হন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৯নং সেক্টরের সাংগঠনিক দায়িত্ব পালন করেন তিনি। তার আহবানে ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পাইকগাছা এলাকা সফর করেন। ১৯৭২ সালের ৬ জুন আততায়ীর গুলিতে তিনি নির্মম ভাবে নিহত হন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন