
পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ ফসিয়ার রহমান দীর্ঘদিন দুরারোগ্য (ক্যান্সার) রোগে ভুগছেন। তিনি বর্তমানে খুলনার নার্গিস মেমোরিয়াল ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। আলহাজ্ব ফসিয়ার রহমানের আশু রোগ মুক্তি কামনায় সোমবার সন্ধ্যায় মটবাটী তি ও প্রাক্তন ব্যাংক কর্মকর্তা প্রজিৎ কুমার রায়ের পরিচালনায় এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি অসিম রায় চৌধুরী, সহ-সভাপতি দীনেশ রায়, সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার, কোষাধ্যক্ষ পার্থ সরকার, মহানামযজ্ঞের সম্পাদক সন্তোষ সরকার, জিএমসি প্রগতি সংঘের সভাপতি কল্লোল মল্লিক, মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ সরকার, এ্যাডঃ সুকুমার দেবনাথ, জগন্নাথ দেবনাথ, সুভাষ দেবনাথ, শিক্ষক বিপ্লব সরকার, বিবেকানন্দ ধর, স্বপন রায়, উপেন্দ্রনাথ বিশ্বাস, কালিদাশ বিশ্বাস, ঠাকুরদাশ সরকার, চাঁদ বাছাড়, শংকর মল্লিক, সুশান্ত সরকার, রবিন্দ্রনাথ সরকার, সিতু মল্লিক, গোপাল সরকার, গৌর মন্ডল, মনিন্দ্র শীল, অলোকা সরকার, কমোলা বিশ্বাস, কালিদাশী মল্লিক, প্রমানন্দ ঢালী, ডাঃ তপন রায়, পবিত্র সরকার, সঞ্জয় সরকার, হারান ঢালী ও দুলাল বিশ্বাস।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন