পাইকগাছা (খুলনা)
পাইকগাছায় শাড়ী দেয়ার প্রলোভন দেখিয়ে এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গত শনিবার এক ইউপি চেয়ারম্যানের নিজস্ব কার্যালয়ের ছাদে এ ঘটনা ঘটেছে বলে থানায় রুজু করা মামলার এজাহারে বলা হয়েছে। প্রতিবন্ধী ওই যুবতী (২৫) জানান, প্রতি শনিবার হরিঢালী ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী (রাজু) প্রতিবন্ধী ও ভিক্ষুকদের উন্নতমানের খাবার দিয়ে থাকেন। ঘটনার দিন গত শনিবার দুপুরে চেয়ারম্যানের নিজস্ব কার্যালয়ে খাবার খেতে গিয়েছিলেন তিনি। এর পর একই গ্রামের সামছুর মজলিশের ছেলে আলাউদ্দীন (৩২) শাড়ি-কাপড় দেওয়ার কথা বলে ওই ভবনের ছাদে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হয় আজ বৃহস্পতিবার। এদিন বিকেলে কথিত ধর্ষিতা পরিবারের সদস্যদের নিয়ে থানায় এসে এ ঘটনার বর্ণনা দিয়ে বিচার দাবি করেন। থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে। ঘটনার ব্যাপারে চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে জানা যায়, তিনি দেশের বাইরে রয়েছেন।
পাইকগাছায় শাড়ী দেয়ার প্রলোভন দেখিয়ে এক প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। গত শনিবার এক ইউপি চেয়ারম্যানের নিজস্ব কার্যালয়ের ছাদে এ ঘটনা ঘটেছে বলে থানায় রুজু করা মামলার এজাহারে বলা হয়েছে। প্রতিবন্ধী ওই যুবতী (২৫) জানান, প্রতি শনিবার হরিঢালী ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী (রাজু) প্রতিবন্ধী ও ভিক্ষুকদের উন্নতমানের খাবার দিয়ে থাকেন। ঘটনার দিন গত শনিবার দুপুরে চেয়ারম্যানের নিজস্ব কার্যালয়ে খাবার খেতে গিয়েছিলেন তিনি। এর পর একই গ্রামের সামছুর মজলিশের ছেলে আলাউদ্দীন (৩২) শাড়ি-কাপড় দেওয়ার কথা বলে ওই ভবনের ছাদে নিয়ে তাকে ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হয় আজ বৃহস্পতিবার। এদিন বিকেলে কথিত ধর্ষিতা পরিবারের সদস্যদের নিয়ে থানায় এসে এ ঘটনার বর্ণনা দিয়ে বিচার দাবি করেন। থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানিয়েছেন, ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে। ঘটনার ব্যাপারে চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে জানা যায়, তিনি দেশের বাইরে রয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন