পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জগদীশ চন্দ্র রায়। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক উপজেলা কমিটির এক সভায় উপজেলার ১৬৫টি বিদ্যালয়ের মধ্যে শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’কে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয় বলে সহকারী শিক্ষা অফিসার শোভা রায় বিষয়টি নিশ্চিত করেছেন। ইউএনও মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম।
উল্লেখ্য, জগদীশ চন্দ্র রায় সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দিবস উদযাপন, মিড ডে মিল কার্যক্রম বাস্তবায়ন সহ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
পাইকগাছা উপজেলার শ্রেষ্ঠ এসএমসি সভাপতি নির্বাচিত হয়েছেন শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জগদীশ চন্দ্র রায়। গত মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক উপজেলা কমিটির এক সভায় উপজেলার ১৬৫টি বিদ্যালয়ের মধ্যে শহীদ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি’কে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয় বলে সহকারী শিক্ষা অফিসার শোভা রায় বিষয়টি নিশ্চিত করেছেন। ইউএনও মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম।
উল্লেখ্য, জগদীশ চন্দ্র রায় সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে যথাযোগ্য মর্যাদায় জাতীয় দিবস উদযাপন, মিড ডে মিল কার্যক্রম বাস্তবায়ন সহ প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন