সোমবার, ২৪ জুলাই, ২০১৭

পাইকগাছায় কয়েকদিনের ভারী বর্ষণে বিপর্যস্ত জনজীবন

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় টানা কয়েক দিনের ভারী বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। স্থবির হয়ে পড়েছে দৈন্দিন কার্যক্রম। দেখা দেয় বিদ্যুৎ বিপর্যয়। বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি না হলেও কোন কোন এলাকায় একাকার হয়ে যায় চিংড়ি ও মৎস্য ঘের। নিু অঞ্চলের কিছু কিছু বীজতলা পানিতে তলিয়ে যায় বলে খবর পাওয়া গেছে।
    উল্লেখ্য, নিুচাপের প্রভাবে গত কয়েকদিন যাবৎ উপজেলার সর্বোত্রই মুসলধারে বৃষ্টিপাত হচ্ছে। তবে গত শনিবার থেকে একদিকে যেমন বিরামহীন বৃষ্টি হয়, অপরদিকে বৃষ্টি সাথে সাথে বইতে থাকে ঝড়োহাওয়া। এতে এলাকার নিু অঞ্চল তলিয়ে যায়। কোথাও কোথাও চিংড়ি ও মৎস্য ঘের তলিয়ে একাকার হয়ে যায়। রোববার রাত ২ টা থেকে সোমবার দুপুর ১টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকা। নিু অঞ্চলের অনেক এলাকার কিছু কিছু বীজতলা পানিতে তলিয়ে যায় বলে খবর পাওয়া যায়। তবে এ ক্ষেত্রে কৃষি ফসলের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম জানিয়েছেন। ফসলের তেমন কোন ক্ষয়ক্ষতি না হলেও টানা কয়েকদিনের ভারী বর্ষণে মানুষের দূর্ভোগ বাড়ার পাশাপাশি স্থবির হয়ে পড়ে দৈনন্দিন সকল কার্যক্রম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন