রবিবার, ২৩ জুলাই, ২০১৭

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষনা; সদ্য ঘোষিত কমিটি পুনঃবহালের জোর দাবী

পাইকগাছা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। কমিটি ঘোষনা করা হলেও, তা নাটকীয়ভাবে প্রত্যাহার করা হয়েছে। পাইকগাছা উপজেলা ছাত্রলীগের মেয়াদউত্তীর্ণ কমিটি বিলুপ্ত করা হলেও। নতুন কমিটি ঘোষনার কিছুক্ষণ পর তা আবার প্রত্যাহার করে নেয়ায় এ উপজেলা ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীরা হতাশা ও নিন্দা জানিয়েছেন। ঐতিহ্যবাহী এ সংগঠনটি ইতোমধ্যে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে প্রতিটি জেলা ও উপজেলায়। এরই অংশ হিসাবে আগামী ২৭ জুলাই খুলনা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার দিনক্ষণ ঠিক আছে। সম্মেলনের আগে প্রতিটি উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, কলেজ ও ওয়ার্ড কমিটি গঠনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশ দেন। সর্বশেষ গত ১৩ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি প্রতিটি জেলা ও উপজেলাসহ সকল ইউনিটে মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে ২৫ জুলাইয়ের মধ্যে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্নের নির্দেশনা দেন। এছাড়াও বিবাহিত, অছাত্র, ও চাকুরীজীবিদের স্ব-উদ্যোগে পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দিলেও তার বাস্তবায়ন হয়নি কোথাও। ২৫ জুলাইয়ের মধ্যে কমিটি গঠনের নির্দেশ সাপেক্ষে শনিবার খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক স্বাক্ষরিত পাইকগাছা উপজেলাসহ কয়েকটি উপজেলা ও ইউনিটের কমিটি ঘোষনা করেন। কিন্তু শনিবার গভীর রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ মেয়াদ উত্তীর্ণ কমিটিগুলো বিলুপ্ত করলেও নব-গঠিত কমিটিও বিলুপ্ত করেন এবং সম্মেলন পূর্বক কোন কমিটি না করার নির্দেশ প্রদান করেন। এ নিয়ে গুরুত্বপূর্ণ এ উপজেলা ছাত্রলীগের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয় এবং নেতৃবৃন্দ জেলা সম্মেলনের পূর্বে সদ্য বিলুপ্ত কমিটি পুণ
ঃবিবেচন ও পুনঃবহাল করার জোর দাবী জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন