বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০১৭

পাইকগাছায় ছাত্রলীগ সুদিনের অপেক্ষায় পদ প্রত্যাশী দু’জন মসিয়ার ও বাচ্চু

#বিবাহিত ছাত্রলীগ নেতৃবৃন্দকে পদত্যাগে ৩ দিনের আল্টিমেটাম
#বিশেষ_ডেস্ক
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ঘোষনা দেখার অপেক্ষায় পাইকগাছা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। ছাত্রলীগকে সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক গত ১২ জুলাই নির্দেশনা দেন বিবাহীত ছাত্রলীগ নেতাদের ৩ দিনের মধ্যে পদত্যাগের। তার বাস্তবায়ন দেখার অপেক্ষায় খুলনা জেলার গুরুত্বপূর্ণ সুন্দরবন সংলগ্ন পাইকগাছা উপজেলায়। এ উপজেলা বর্তমান ছাত্রলীগের সভাপতি ও সম্পাদক দুজনই বিবাহিত এবং সন্তানের জনক। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক ছাত্রলীগকে সাংগঠনিকভাবে গতিশীল করার লক্ষ্যে আগামী ১৫ জুলাই ২০১৭ থেকে ২৫ জুলাই ২০১৭ তারিখের মধ্যে সকল উপজেলা, কলেজ, থানা, পৌরসভা, ইউনিয়ন, স্কুল ওয়ার্ড কমিটি পূর্নাঙ্গ এবং মেয়াদ উত্তীর্ণ ইউনিটগুলোর সম্মেলনের নির্দেশ দেন। এই নির্দেশনার বাস্তবায়নে কাজ করছে সকল পর্যায়ের উর্দ্ধতন নেতৃবৃন্দ। এক নজরে দেখে নিন-ছাত্রলীগের নেতৃত্ব প্রত্যাশীদের মধ্যে গুরুত্বপূর্ণ এই পাইকগাছা উপজেলার তালিকায় গুরুত্বপূর্ণ দু’টি পদের জন্য রয়েছেন দীর্ঘদিন ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত তার মধ্যে মসিয়ার রহমান ও তানজিম মুস্তাফিজ বাচ্চু’র নাম শোনা যাচ্ছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন