সোমবার, ২৪ জুলাই, ২০১৭

পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনি অনুষ্ঠানে ৫ চাষী ও ব্যবসায়ীকে পুরস্কার প্রদান

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনি অনুষ্ঠান সোমবার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, রবিউল ইসলাম, আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ, গোলাম কিবরিয়া রিপন ও প্রদ্যুৎ কুমার রায়। অনুষ্ঠানে শ্রেষ্ঠ চিংড়ি চাষী হিসাবে সাফওয়ান এ্যাকোয়া কালচারের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাসফিয়ার রহমান সবুজ, শ্রেষ্ঠ পোনা ব্যবসায়ী রয়্যাল ফিস ট্রেডিং এর ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া রিপন, শ্রেষ্ঠ কার্প চাষী সবিতা রানী দাশ, শ্রেষ্ঠ খাঁচায় কাঁকড়া চাষী প্রদ্যুৎ কুমার রায় ও শ্রেষ্ঠ চিংড়ি ডিপো মালিক হিসাবে জনতা ফিস ট্রেডাস এর মনোহর চন্দ্র সানাকে সম্মাননা স্বারক হিসাবে ক্রেস্ট প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন