
বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছায় জাতীয় সপ্তাহ ২০১৭ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে “মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গবেষণা ও উন্নয়ন সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট লোনাপানি কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম। তিনি বলেন, নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতা স্বত্ত্বেও বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের লোনাপানি কেন্দ্র অতি সাম্প্রতিক উপকূলীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় সময় উপযোগী কার্যকর প্রযুক্তি উদ্ভাবন করেছে। যার মধ্যে চিংড়ি চাষে ফসল বহুমুখীকরণ, কাঁকড়া ফ্যানেটিং কৌশল, নোনা টেংরার কৃত্রিম প্রজনন কৌশল উদ্ভাবন, গলদা চিংড়ির আগাম ব্র“ড (মা) উৎপাদন, পারশে মাছের কৃত্রিম প্রজনন ও পোনা উৎপাদন কৌশল উদ্ভাবন, শীলা কাঁকড়ার নিয়ন্ত্রিত প্রজনন ও পোনা প্রতিপালন পদ্ধতি উদ্ভাবন অন্যতম। এ সব প্রযুক্তি ব্যবহার করার ফলে মাঠ পর্যায়ে মাছ ও চিংড়ির উৎপাদন বৃদ্ধিসহ রোগ বালাইয়ের প্রকৌপ হ্রাস পেয়েছে। অনুরূপভাবে উপজেলায় মৎস্য সম্পদ উৎপাদন ও উন্নয়নের চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস। তিনি বলেন, বর্তমানে উপজেলায় প্রায় ৪ হাজার চিংড়ি ঘের রয়েছে। ১৭ হাজার হেক্টর জমিতে প্রতি বছর চিংড়ি চাষ হয়ে থাকে। ঘের ও জলাশয় হতে প্রতি বছর ৫ হাজার ৬৩৫ মেট্রিক টন চিংড়ি, ৪ হাজার ৮০৯ মেট্রিক টন মাছ ও ৪ হাজার ১শ মেট্রিক টন কাঁকড়াসহ মোট ১০ হাজার ৪৪৪ মেট্রিক টন চিংড়ি মাছ ও কাঁকড়া উৎপাদন হয়ে থাকে। স্থানীয় চাহিদা পূরণ করে বছরে অত্র উপজেলায় ২৮৭ মেট্রিক টন মাছ উদ্বৃত্ত থাকে বলে মৎস্য দপ্তরের এ কর্মকর্তা জানান। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল আলম রুবেল, বৈজ্ঞানিক কর্মকর্তা মোল্লা এমএনএস মামুন সিদ্দিকী, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মকবুল হোসেন, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহিদুল্লাহ সহ গণমাধ্যম ব্যক্তিবর্গ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন