সোমবার, ১০ জুলাই, ২০১৭

পাইকগাছায় পুলিশের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সম্পত্তি জবর দখলের পায়তারা


পাইকগাছা প্রতিনিধি॥
খুলনার জেলার পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের চেচুয়া গ্রামের মৃত আতিয়ার মোড়লের পুত্র ছাত্রলীগ নেতা আনোয়ার হোসেন স্থানীয় এমপিসহ বিভিন্ন দপ্তরে তার রেকর্ডীয় পৈত্রিক সম্পত্তি জবর দখলের চেষ্ঠায় লিপ্ত প্রতিবেশি এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। অভিযোগ সুত্রে জানাযায়, চেঁচুয়া গ্রামের আতিয়ার মোড়লের নিজ নামে রেকডিও, নামপত্তনকৃত সাড়ে এগারো শতক সম্পত্তি ২ যুগেরও অধিক সময় ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছিল। কিন্তু বিগত প্রায় ৬ মাস পূর্বে আতিয়ার মোড়ল মৃত্যুবরণ করলে প্রতিবেশি মুলতান মোড়ল জোর পূর্বক  মৃত আতিয়ার মোড়লের রেকর্ডীয় সম্পত্তি জবর দখলের পায়তারা করতে থাকে। মূলতান মোড়ল গংদের দলিনান্তে সম্পত্তি ৭ শতক রেকর্ড হলেও প্রকৃতপক্ষে সাড়ে ৬ শতক সম্পত্তি হবে বলে আনোয়ার হোসেন বলেন। অপরদিকে মৃত আতিয়ার মোড়লের দলিলান্তে সম্পত্তি রেকর্ড হয় সাড়ে ১১ শতক। কিন্তু মুলতান মোড়ল জোর পূর্বক আতিয়ার  মোড়লের সাড়ে ১১ শতক রেকর্ডীয় সম্পত্তির কিছু অংশ দখল করার পায়তারায় লিপ্ত রয়েছে। এ  নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি একাধিকবার শালিশ করার পরও মূলতান মোড়লগংরা তাতে কর্ণপাত না করে একটি মুরগির ঘর তৈরীর সরঞ্জাম অভিযোগকারীর সম্পত্তির উপর জোর পূর্বক রাখে। আনোয়ার হোসেনের অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করার পরে ঘর তৈরীর সরঞ্জাম সরানোর নির্দেশ দিয়ে আসলেও আসামী মূলতানা মোড়লের পুত্র মোস্তাক পুলিশের নির্দেশকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে ঘর তৈরীর সরঞ্জাম উক্ত স্থানেই রেখে দেয় এবং অভিযোগকারী আনোয়ার হোসেনকে বিভিন্ন ভয়ভীতি ও জীবননাশের হুমকি প্রদর্শণ করে। পুলিশও কিছু করতে পারবে না বলে বলতে থাকে। বিষয়টির সুষ্ঠু সমাধান পূর্বক দূর্দান্ত প্রকৃতির আসামীদের কবল থেকে তার পৈত্রিক বসতভিটা সুরক্ষার জন্য স্থানীয় এমপি, মেয়র, জেলা পরিষদ সদস্যসহ উপজেলা প্রশাসনের দ্বারস্ত হলে ঘটনাটির সঠিক তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন