দ্রুত বাস্তবায়নে যোগাযোগমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
নিউজ অফ পাইকগাছা
খুলনার সড়ক ও জনপদ বিভাগের কয়রার গোলখালী থেকে বেতগ্রাম পর্যন্ত ৮০ কিলোমিটার সড়ক শ্রেণী পরিবর্তন পূর্বক ২ লেইন বিশিষ্ট আঞ্চলিক মহাসড়কে রু
সুত্রমতে-সাতক্ষীরা জেলার আশাশুনি, তালা, ও খুলনার কয়রা এবং পাইকগাছা উপজেলার প্রায় ১০ লাখ মানুষের জেলা ও রাজধানী শহরের যাতায়াতের একমাত্র সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে পাইকগাছা বাসষ্টান্ড সংলগ্ন, লোনা পানি কেন্দ্রের সামনে, আগড়ঘাটা বাজার, গোলাবাটি, কপিলমুনি হতে কাশিমনগর এবং তালা থেকে বেতগ্রাম পর্যন্ত অসংখ্য স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় বর্ষা মৌসুমের শুরুতেই হাটু পানি জমে সড়ক ও জনপদ বিভাগের জনগুরুত্বপূর্ণ এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ইতোমধ্যে গত কয়েকমাস আগেই চলাচল বন্ধ হয়ে গেছে ঢাকাগামী পরিবহন। সড়ক ও জনপদ বিভাগ সংস্কার কাজ শুরু করলেও ধীর গতির কারনে যেকোন মুহুর্তে সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়তে পারে খুলনা বিভাগীয় বাস-মিনিবাস মালিক সমিতির লাইন সেক্রেটারী জাহিদুল ইসলাম জানান। এদিকে এলাকার মানুষের যাতায়াতের চরম দূর্ভোগের কথা বিবেচনা করে জনগুরুত্বপূর্ণ এ সড়কটির শ্রেণী পরিবর্তন পূর্বক কয়রা উপজেলার গোলখালী থেকে পাইকগাছা তালা হয়ে বেতগ্রাম পর্যন্ত ৮০ কিলোমিটার সড়ক ২ লেইন বিশিষ্ট আঞ্চলিক মহাসড়কে রুপান্তরের জন্য পৃথক প্রকল্পে অর্ন্তভূক্ত করে উন্নয়নকরনের দাবী জানিয়ে ১১ মে যোগাযোগ মন্ত্রনালয় বরাবর ৫৮/ব জাসস/১০৪-খুলনা-৬/১৪ ডিও পত্র দিয়েছেন খুলনা-৬ পাইকগাছা কয়রার এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক। এমপি’র এ আবেদনটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ৩৫. ০৩৪. ০১৪. ০০. ০০. ০৪৯. ০৯ (অংশ-৩)২২৩ নং স্মারকে নির্দেশ দিয়েছেন যোগাযোগ মন্ত্রনালয়ের সড়ক বিভাগের সহকারী প্রধান (ডিপিপি প্রক্রিয়াঃ) মোঃ আশরাফুজ্জামান। এ ব্যপারে যোগাযোগ মন্ত্রী ওবাইদুল কাদেরের হস্তক্ষেপ কামনা করে স্থানীয় এমপি’র এ উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হোক এমনটাই প্রত্যাশা করেছেন এলাকাবাসী।
নিউজ অফ পাইকগাছা

সুত্রমতে-সাতক্ষীরা জেলার আশাশুনি, তালা, ও খুলনার কয়রা এবং পাইকগাছা উপজেলার প্রায় ১০ লাখ মানুষের জেলা ও রাজধানী শহরের যাতায়াতের একমাত্র সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে পাইকগাছা বাসষ্টান্ড সংলগ্ন, লোনা পানি কেন্দ্রের সামনে, আগড়ঘাটা বাজার, গোলাবাটি, কপিলমুনি হতে কাশিমনগর এবং তালা থেকে বেতগ্রাম পর্যন্ত অসংখ্য স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় বর্ষা মৌসুমের শুরুতেই হাটু পানি জমে সড়ক ও জনপদ বিভাগের জনগুরুত্বপূর্ণ এ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ইতোমধ্যে গত কয়েকমাস আগেই চলাচল বন্ধ হয়ে গেছে ঢাকাগামী পরিবহন। সড়ক ও জনপদ বিভাগ সংস্কার কাজ শুরু করলেও ধীর গতির কারনে যেকোন মুহুর্তে সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়তে পারে খুলনা বিভাগীয় বাস-মিনিবাস মালিক সমিতির লাইন সেক্রেটারী জাহিদুল ইসলাম জানান। এদিকে এলাকার মানুষের যাতায়াতের চরম দূর্ভোগের কথা বিবেচনা করে জনগুরুত্বপূর্ণ এ সড়কটির শ্রেণী পরিবর্তন পূর্বক কয়রা উপজেলার গোলখালী থেকে পাইকগাছা তালা হয়ে বেতগ্রাম পর্যন্ত ৮০ কিলোমিটার সড়ক ২ লেইন বিশিষ্ট আঞ্চলিক মহাসড়কে রুপান্তরের জন্য পৃথক প্রকল্পে অর্ন্তভূক্ত করে উন্নয়নকরনের দাবী জানিয়ে ১১ মে যোগাযোগ মন্ত্রনালয় বরাবর ৫৮/ব জাসস/১০৪-খুলনা-৬/১৪ ডিও পত্র দিয়েছেন খুলনা-৬ পাইকগাছা কয়রার এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক। এমপি’র এ আবেদনটি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে ৩৫. ০৩৪. ০১৪. ০০. ০০. ০৪৯. ০৯ (অংশ-৩)২২৩ নং স্মারকে নির্দেশ দিয়েছেন যোগাযোগ মন্ত্রনালয়ের সড়ক বিভাগের সহকারী প্রধান (ডিপিপি প্রক্রিয়াঃ) মোঃ আশরাফুজ্জামান। এ ব্যপারে যোগাযোগ মন্ত্রী ওবাইদুল কাদেরের হস্তক্ষেপ কামনা করে স্থানীয় এমপি’র এ উদ্যোগ দ্রুত বাস্তবায়ন হোক এমনটাই প্রত্যাশা করেছেন এলাকাবাসী।
রুপান্তরের উদ্যোগ নিয়েছেন স্থানীয় এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হক। ইতোমধ্যে তিনি এ ব্যাপারে যোগযোগ মন্ত্রনালয়ে ডিও পত্র দিয়েছেন। এদিকে বর্ষা মৌসুমের শুরুতেই জন গুরুত্বপূর্ণ সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় যেকোন মুহুর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন