সোমবার, ১০ জুলাই, ২০১৭

পাইকগাছায় ইসলামী ব্যাংকের ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় ইসলামী ব্যাংক পল্লী উন্নয়ন প্রকল্পের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে পৌর সদরের নূরজাহান মেমোরিয়াল হাসপাতালে শাখা ব্যবস্থাপক আমিরুল ইসলামের সভাপতিত্বে চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। উপস্থিত ছিলেন, প্রকল্প কর্মকর্তা মোঃ ইয়াকুব আলী, মোঃ জালাল উদ্দীন, জুনিয়র ইউনিট অফিসার লুৎফর রহমান। চিকিৎসা প্রদান করেন সাতক্ষীরা সদর হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মাসুদ রেজা। দিনব্যাপী চক্ষু ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন