শুক্রবার, ৪ জুলাই, ২০১৪

পাইকগাছায় পাষন্ড স্বামী ও তার দুলাভাইয়ের বিরুদ্ধে স্ত্রীকে ফুসলিয়ে নির্যাতন ও ধর্ষন প্রচেষ্ঠার অভিযোগ

নিউজ অফ পাইকগাছা ॥
    খুলনার পাইকগাছায় পাষন্ড স্বামী ও তার দুলাভায়ের বিরুদ্ধে স্ত্রীকে শারিরীক নির্যাতন ও ধর্ষন প্রচেষ্ঠার অভিযোগ পাওয়া গেছে। আহত মাফিয়া সুলতানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
    অভিযোগসুত্রে জানাগেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামে হতদরিদ্র আব্দুস সাত্তার সরদারের কন্যা মাফিয়া সুলতানা (২১) কে ৩ বছর পূর্বে পার্শ্ববর্তী আশাশুনি উপজেলার নাকলা গ্রামের কাদের সানার সুচতুর পুত্র রাশেদুল ইসলামের সাথে বিয়ে হয়। বিয়ের এক বছর পর রাশেদ আরেকটি বিয়ে করে মাফিয়াকে পিতৃলয়ে তাড়িয়ে দেয়। এরপর মাফিয়ার পরিবারের পক্ষ থেকে রাশেদের বিরুদ্ধে মামলা করলে রাশেদও পাল্টা মাফিয়ার পিতার নামে হয়রাণীমূলক মামলা করে। রাশেদের নামে দায়েরকৃত মামলা প্রত্যহারের জন্য সুচতুর স্বামী রাশেদ ঘটনার দিন বৃহস্পতিবার রাত ৮ টার দিকে তার দুল্ভাাই গফুরকে দিয়ে মুঠোফোনে ফুসলিয়ে স্ত্রী মাফিয়াকে নিজ বাড়ীতে নেয়ার কথা বলে ধামরাইল খেয়াঘাটা যাওয়ার কথা বলে। পরিবারের কাউকে না বলে মাফিয়া ঘটনাস্থল পৌছানোর পর মামলা প্রত্যাহারের জন্য স্বামী রাশেদ, তার উপর চাপ সৃষ্টি করে এতে সে অস্বীকৃতি জানালে স্বামী রাশেদ, দুলাইভাই গফুর, মিজানুর রহমান ও মনিরুল ইসলাম নামে কয়েকজন ব্যক্তি মাফিয়ার উপর শারীরিক নির্যাতন চালানোর পর ধর্ষন প্রচেষ্টা চালালে তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে ধামরাইল গ্রামের ওসমান আলী গাজীর পুত্র গোলজার রহমান জানান ঘটনার সময় বেশ কয়েকজন দোকানে বসা অবস্থায় একটি মেয়ের আত্মচিৎকার শুনে ঘটনাস্থল থেকে মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় তাকে উদ্ধার করা হয় বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন