জামায়াত-বিএনপিদের প্রাধান্যের অভিযোগ!
বিশেষ প্রতিনিধি॥
পাইকগাছায় দরিদ্রদের মাঝে রেশনিং কার্ডের মাধ্যমে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি চাল বিতরণের তালিকা ও ডিলার নিয়োগে ক্ষমতার অপব্যবহার ও ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উভয় তালিকায় জামায়াত-বিএনপি সমর্থিতদের প্রাধ্যন্যের অভিযোগ। ১০ইউপি’র মধ্যে ৭টিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীসহ চেয়ারম্যান, মেম্বারদের সমন্বয়হীনতার কারনে পুর্নাঙ্গ তালিকা প্রকাশ করা সম্ভব হয়নি। ডিলার নিয়োগে বার বার রেজুলেশনে নাম কাটসাট করায় বিতর্কের জন্ম দিয়েছে এবং এ অভিযোগের তীর সংশ্লিষ্ট খাদ্য বিভাগের দিকে। এ ঘটনা আদালত পর্যন্ত গড়াতে পারে বলে একটি সুত্র জানিয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে-এ উপজেলায় হতদরিদ্রদের মাঝে সুলভ মূল্যে চাল বিতরণের জন্য জনসংখ্যার ভিত্তিতে একটি পৌরসভা বাদে ১০ ইউপিতে ১৩ হাজার এক’শ কার্ডের তালিকা ও এর বিপরীতে ২৫ ডিলার নিয়োগের সিদ্ধান্ত হয়। সংশ্লিষ্ট খাদ্য বিভাগ জানিয়েছে এ পর্যন্ত কপিলমুনি, লতা, গড়ইখালী বাদে ৭ ইউপি’র অসম্পূর্ণ তালিকা জমা হয়েছে। জানাগেছে তালিকা তৈরীতে কর্তৃত্ব-নেতৃত্ব নিয়ে ক্ষমতাসীন নেতাকর্মী, ইউপি চেয়ারম্যান, মেম্বারদের সমন্বয়হীনতার কারনে এ ঘটনা ঘটেছে এবং কোথাও কোথাও অর্থ গ্রহণ, ফেরত ও জামায়াত-বিএনপি সমর্থিতদের প্রাধান্য দেয়া হয়েছে। এদিকে ১০ ইউপিতে ২৫ ডিলার নিয়োগে সংশ্লিষ্টরা একাদিক রেজুলেশনে বার বার নাম কাটছাট করায় বিতর্কের জন্ম দিয়েছেন বলে বঞ্চিতরা অভিযোগ করেছেন। এ ঘটনার জন্য প্রশাসনের উপর প্রভাবশালীদের রাজনৈতিক হস্তক্ষেপ ও খাদ্য বিভাগের দূর্বলতাকে দায়ী করা হয়েছে। অনুসন্ধানে জানাগেছে-গত ১৭ সেপ্টেম্বরে ৯ সদস্যের উপজেলা কমিটি সভায় হলিঢালী ইউপিতে ডিলার নিয়োগে আবেদনকারীদের মধ্যে মোঃ হাফিজ শেখ ও জালাল সরদার প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্ট কমিটি ৩ নং তালিকা বর্ণিত মাহমুদকাটী গ্রামের মৃত বিভুতি ভূষন দে’র ছেলে ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক রনজিৎ কুমার দে এবং সোনাতনকাটী গ্রামের মৃত আতশ গাজীর ছেলে মোঃ রজব আলী ও স্বপন কুমার সাহার নাম সর্বসম্মতিক্রমে রেজুলেশনে অর্ন্তভূক্ত করে। কিন্তু অদৃশ্য কারনে সর্বশেষ একই উপজেলা কমিটি বাদপড়া হাফিজ শেখকে অর্ন্তভূক্ত করে রনজিতের নাম কর্তন করে পূর্ণাঙ্গ নিয়োগ তালিকা প্রকাশ করায় জানাজানির পর ব্যাপক বিতর্কের জন্ম হয়। এ বিষয়ে বঞ্চিত কৃষকনেতা রনজিৎ কুমার দে জানান কমিটির সিদ্ধান্তের পর তার নাম রেজুলেশনে উঠার পর কিভাবে কাটছাট হলো জানতে পারলাম না। তিনি নাম উল্লেখ না করে অভিযোগ করেন একটি পক্ষ অর্থ বানিজ্যে ব্যর্থ হয়ে প্রশাসনে প্রভাব খাটিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। এ সম্পর্কে হরিঢালীর একাধিক আ’লীগ নেতা জানিয়েছেন বিগত ৫ জানুয়ারী নির্বাচনের আগে সরকার বিরোধী আন্দোলনের নামে হাফিজ শেখের পিতা জামায়াত সমর্থক মোসলেম শেখ মিছিল মিটিংএ অংশ নেয় বলে অভিযোগ করেছেন। এদিকে লতার হালদন্ত্রচক গ্রামের নিয়োগ বঞ্চিত বিধান রায় জানিয়েছেন-প্রথম রেজুলেশনে তার নাম থাকা সত্বেও অজানা কারনে তার নাম কর্তন করা হয়েছে। এ ঘটনায় তিনি আদালতে যাবেন বলে জানিয়েছেন। এদিকে উপজেলার সোলাদানাসহ বিভিন্ন ইউপিতে রেশন কার্ডের তালিকা তৈরীতে অর্থ গ্রহণ ও ফেরতসহ বিএনপি-জামায়াত সমর্থিতদের প্রাধান্য দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোলাদানা আ’লীগের সন্ত্রাস ও জঙ্গীবাদ কমিটির সভাপতি এসএম শাহাবুদ্দিন সানা ও সম্পাদক বিমল সরকার একাধিক ব্যক্তি সোলাদানা ইউপি চেয়ারম্যান, কয়েকজন মেম্বর ও তাদের সমর্থকদের বিরুদ্ধে ২৫ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেছেন। এ সম্পর্কে ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক জানিয়েছেন-স্থানীয় আ’লীগ নেতা , ইউপি সদস্য ও সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির মাধ্যমে তালিকা করা হয়েছে। অর্থ গ্রহণের বিষয়ে অস্বীকার করে তিনি জানান-রাজনৈতিক প্রতিপক্ষরা এলাকায় এ ধরনের অপপ্রচার ছড়াচ্ছে। ডিলার নিয়োগে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ প্রসংগে উপজেলা খাদ্য পরিদর্শক মনিরুল ইসলাম ফিরোজ জানান-অর্থ গ্রহণের প্রশ্নই ওঠে না এবং উপজেলা কমিটি যেভাবে চেয়েছে সেভাবে চূড়ান্ত ডিলার নিয়োগের তালিকা করা হয়েছে। বার বার রেজুলেশন পরিবর্তন সম্পর্কে জানতে চাইলে-বিষয়টি তিনি এড়িয়ে যান। সংশ্লিষ্ট কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল মোস্তাক জানান-ডিলার নিয়োগে অনিয়ম ও কার্ডের তালিকা তৈরীতে অর্থ গ্রহণ ও অনিয়ম হলে তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন