শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

পাইকগাছায় আবারো ২২নং পোল্ডারের ওয়াপদার বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তির্ণ এলাকা প্লাবিত

বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছায় আবারো ২২নং পোল্ডারের পানি উন্নয়ন বোর্ডের বিকল্প বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে শত শত বিঘা জমির ফসল নষ্ট ও ৫০ থেকে ৬০টি কাঁচা ঘর-বাড়ি ধ্বসে পড়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে অস্বাভাবিক জোয়ারের পানিতে দারুণমল্লিক এলাকার বেড়িবাঁধটি ভেঙ্গে যায়। এদিন গভীর রাত পর্যন্ত স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে স্থানীয় এলাকাবাসী ভেঙ্গে যাওয়া বাঁধটি প্রাথমিক মেরামত করে বলে জানা যায়।
    উল্লেখ্য, দেলুটি ইউপি’র ২২ নং পোল্ডারের দারুণমল্লিক এলাকার ওয়াপদার বেড়িবাঁধটি ভদ্রা নদীর ভাঙ্গনে চলতি বছর কয়েকবার ভাঙ্গন দেখা দেয়। স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক ও পাউবো কর্তৃপক্ষ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং স্থানীয় এলাকাবাসী ভাঙ্গন কবলিত এলাকায় একটি বিকল্প বেড়িবাঁধ নির্মাণ করে। বৃহস্পতিবার দুপুরে ভদ্রা নদীর প্রবল জোয়ারের পানিতে বিকল্প বেড়িবাঁধের প্রায় ৩০ হাত জায়গা জুড়ে সম্পূর্ণ ধ্বসে যায়। এতে আশপাশ এলাকার শত শত বিঘা ফসলি জমির ফসল বিনষ্ট ও অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডলের তত্বাধায়নে এলাকাবাসী স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে গভীর রাত পর্যন্ত কাজ করে ক্ষতিগ্রস্থ বাঁধটি প্রাথমিক মেরামত করে। বাঁধ মেরামতের ব্যাপারে প্রশাসনের পক্ষথেকে সর্বাত্তক সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে বলে ইউপি চেয়ারম্যান জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন