শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

পাইকগাছায় যাত্রীবাহী ট্রলার ডুবিতে নিখোঁজ- ২ আহত- ২

বিশেষ প্রতিনিধি ॥
পাইকগাছায় খেয়া পারাপারের সময় ট্রলার ডুবিতে দুই জন আহত হয় এবং দুই জন নিখোঁজ রয়েছে। স্থানীয় জনতা ঘাট ইজারাদারকে আটক করে পুলিশে দিয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে পাইকগাছা ও বটিয়াঘাটা সিমান্তবর্তী ভদ্রা নদীতে এ দূর্ঘটনা ঘটে। দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, ঘটনারদিন দুপুরে অতিরিক্ত যাত্রীবাহী একটি ট্রলার ফুলবাড়ী খেয়াঘাট থেকে বারোহাড়িয়া পারাপার করছিল। পথিমধ্যে ভদ্রা নদীর প্রবল স্রোতে এবং ট্রলারটিতে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী থাকায় ট্রলারটি মাঝ নদীতে ডুবে যায়। পরে ওসি মারুফ আহম্মেদের নেতৃত্বে উদ্ধারকারী দল নদী থেকে আহত অবস্থায় লক্ষ্মীখোলা গ্রামের কিরন গাইনের ছেলে গোবিন্দ গাইন ও তার ১০ বছরের মেয়ে চুমকি গাইনকে উদ্ধার করে। এ ঘটনায় স্থানীয় জনতা ঘাট ইজারাদারদেরকে ধাওয়া করলে হাসেম মলঙ্গী পালিয়ে গেলেও তার ছেলে ইমরান মলঙ্গীকে আটক করে পুলিশে দেয়। এ রির্পোট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলমান ছিল। তবে কালিনগর গ্রামের প্রভাষ হালাদারের ছেলে বিশ্বজিৎ হালদার (৪৫) ও অজ্ঞাত এক  গৃহবধু নিখোঁজ ছিল বলে ইউপি চেয়ারম্যান রিপন জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন