শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০১৬

পাইকগাছায় এখনো জমে ওঠেনি ঈদের কেনাকাটা

বিশেষপ্রতিনিধি ॥
পবিত্র ঈদুল আযহা’র আর মাত্র দুই দিন বাকি থাকলেও এখনো জমে ওঠেনি কেনা-কাটা। প্রতিদিন যে কেনা বেচা হচ্ছে তা বিগত ঈদের চেয়ে অর্ধেকেরও কম বলে জানিয়েছেন পাইকগাছার বিভিন্ন ব্যবসায়ীরা। দুই মাসের ব্যবধানে পরপর দুটি বড় উৎসব হওয়ায় এবারের ঈদে কেনা কাটায় তেমন ইতিবাচক প্রভাব পড়েনি বলে অনেকেই মনে করছেন।  উল্লেখ্য আগামী মঙ্গলবার সারাদেশে অনুষ্ঠিত হচ্ছে মুসলমান ধর্মালম্বীদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। প্রতিটি ঈদ উৎসবের আনন্দকে ঘিরে থাকে কেনা কাটার উৎসব। ঈদের দিন সকালে নারী, শিশু থেকে শুরু করে সব শ্রেণির মানুষ নতুন পোশাক পরে। নতুন পোশাকের স্বাদ ও গন্ধ প্রতিটি মানুষকে করে তোলে মোহনীয়। সবাই চাই অন্যান্য দিনের চেয়ে ঈদের দিনে নিজেকে একটু ভিন্ন সাজে সাজিয়ে তুলতে। আর এ লক্ষেই ঈদের পূর্ব মূহুর্তে সবাই ঝুকে পড়ে কেনা কাটায়। আর কেনা কাটার মধ্যে বেশির ভাগই জায়গা জুড়ে  থাকে পোশাক। নতুন নতুন পছন্দের পোশাক নিতে সবাই ভীড় জমায় নিকটস্থ বিপনী বিতান গুলোতে। বিগত ঈদেও পোশাকের দোকান গুলোতে জমজমাট কেনা বেচা লক্ষ করা গেলেও এবারের ঈদে রয়েছে ব্যতিক্রম। ঈদের দুই দিন বাকি থাকলেও এখনো জমে ওঠেনি কেনা কাটা। পৌর সদরের ফজলু ক্লথ ষ্টোরের ফজলুর রহমান জানান, বিগত ঈদে জমজমাট কেনা বেচা ছিল। তখন এতটাই ভীড় ছিল ৮-১০ জন কর্মচারীকে দিয়ে কেনাবেচা সামাল দিতে অনেক হিমশিম খেতে হত। অথচ এবারের ঈদের কাছা কাছি সময় চলে আসলেও এখনো জমে ওঠেনি কেনা কাটা। অন্যান্য সাধারণ দিনের ন্যায় প্রতিদিন স্বাভাবিক কেনা বেচা চলছে। দিনের অনেকটাই সময় কর্মচারীরা অলস সময় পার করছে বলে বিসমিল্লাহ ক্লথ ষ্টোরের শফিয়ার রহমান জানান। প্রায় প্রতিটি দোকানে কেনা কাটার এমন চিত্র বলে জানিয়েছেন সাধারণ ব্যবসায়ীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন