বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০১৬

পাইকগাছায় ঈদুল আযহার সকাল ৮টায় প্রধান ঈদের জামাত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় পবিত্র ঈদুল আযহার প্রধান ঈদের জামাত কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় নির্ধারণ করা হয়েছে। বুধবার সকালে এ সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পৌর ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। উপস্থিত ছিলেন কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রঞ্জু, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, কবিতা রানী, আলাউদ্দীন গাজী, সরবানু বেগম, মাওঃ রইসুল ইসলাম, মাওঃ শামসুদ্দীন, মুফতি মাওঃ নুরুজ্জামান, গাজী শহীদুল ইসলাম খোকন, ডাঃ আব্দুর রশিদ শিকারী ও স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। সভায় কেন্দ্রীয় ঈদগাহ (পাইকগাছা সিনিয়র মাদ্রাসা) মাঠে প্রধান ঈদের জামাতের সময় সকাল ৮টায় নির্ধারণ করা হয়। এছাড়াও ১৮ বছরের নিচে শিশুদের দিয়ে পশু জবাই নিষিদ্ধ ও নির্ধারিত স্থানে পশু জবাই এবং যত্রতত্র বর্জ্র না রাখার জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন