বুধবার, ২৪ আগস্ট, ২০১৬

পাইকগাছায় স্কুল ছাত্রী উদ্ধার

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় অপহৃত ভিকটিম স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপহরণ মামলা হয়েছে। থানা পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, উপজেলার দেলুটি ইউপি’র জিরবুনিয়া গ্রামের মোঃ আলম খাঁ’র ৯ম শ্রেণি পড়–য়া মেয়ে ঘটনার দিন গত ১৭ আগস্ট বুধবার সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় পথিমধ্যে পাশ্ববর্তী দেলুটি গ্রামের সাকাত বিশ্বাসের ছেলে ইউছুপ বিশ্বাস (২৭) ও তার সহযোগীরা স্কুল ছাত্রীকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ২২ আগস্ট সোমবার স্কুল ছাত্রীর মা জুলেখা বিবি বাদী হয়ে ইউছুপ বিশ্বাস (২৭), রুহুল আমিন গাজী (২৮), মনিরুজ্জামান সানা (২৫), আরিফুল সানা (১৮), আব্দুল মান্নাফ গাজী (২৭), নজরুল গাজী (৪০) ও কাদের গাজী (৩৬) সহ ৭ জনকে আসামী করে থানায় অপহরণ মামলা করে। যার নং- ২৫। মামলার এক দিন পর তদন্ত কর্মকর্তা এসআই গৌতম চন্দ্র মন্ডল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে দেলুটি এলাকা থেকে ভিকটিম স্কুল ছাত্রীকে উদ্ধার করে। এদিকে প্রেমজ সম্পর্কের সূত্রধরে অপহরণের এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে ওসি মারুফ আহম্মদ জানান, বুধবার সকালে ভিকটিম স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন