সোমবার, ২৯ আগস্ট, ২০১৬

পাইকগাছার গুরুত্বপূর্ণ স্থানসমূহ আসছে সিসি ক্যামেরার আওতায়; সিদ্ধান্ত আইনশৃঙ্খলা সভায়

পাইকগাছা প্রতিনিধি॥
    পাইকগাছায় সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার সকালে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ ব্যাপারে নেয়া হয় কঠোর পদক্ষেপ। সভার পুরা সময় জুড়েই আলোচনা হয় জঙ্গীবাদের বিরুদ্ধে। সিদ্ধান্ত নেয়া হয় আগামী কয়েকদিনের মধ্যে উপজেলা পরিষদ, থানা ও পৌরসভাসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা সমূহে সিসি ক্যামেরা স্থাপনের। এছাড়াও সভায় সরকারি সকল দপ্তরকে ফেসবুক আইডি খোলা, টোল আদায়কারীকে নিদৃষ্ট পোশাক পরিধান করা এবং নির্ধারিত স্থানসমূহে কুরবানির পশু জবাইয়ের সিদ্ধান্ত গৃহিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম বাবর আলী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন ও শাহানারা খাতুন, ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) এসএম জাবিদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, বক্তব্য রাখেন-ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, জোয়াদ্দুর রসুল বাবু, আব্দুল মজিদ গোলদার, রিপন কুমার মন্ডল, কওছার আলী জোয়াদ্দার, দিবাকর বিশ্বাস ও জুনায়েদুর রহমান, অধ্যক্ষ রবিউল ইসলাম, অধ্যাপক জিএমএম আজহারুল ইসলাম ও মাওঃ শামসুদ্দীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও কমিটির সদস্যবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন