রবিবার, ৭ আগস্ট, ২০১৬

পাইকগাছা-কপিলমুনি সড়ক সংস্কারের দাবীতে নাগরিক কমিটির মানববন্ধন কর্মসূচী ঘোষনা

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছা থেকে কপিলমুনি পর্যন্ত ১৩ কিলোমিটার প্রধান সড়ক সংস্কারের দাবীতে আগামী ১৮ আগষ্ট উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচী পালনের ঘোষনা দিয়েছে পাইকগাছা নাগরিক কমিটি। কর্মসূচী সফল করার লক্ষে নাগরিক কমিটির এক সভা রোববার সকালে সংগঠনের কার্যালয়ে নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক গাজী সালাম, খুলনা বিভাগীয় চিংড়ি পোনা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রিপন, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, খুলনা বিভাগীয় বাস মালিক সমিতির লাইন সেক্রেটারী শেখ জাহিদুল ইসলাম, সাংবাদিক আব্দুল আজিজ, আব্দুর রাজ্জাক বুলি, তুষার কান্তি মন্ডল ও ব্যবসায়ী শেখ আজিজ। সভায় মানববন্ধন কর্মসূচী সফল করার লক্ষে বিভিন্ন পেশাজীবি সংগঠনের সাথে ধারাবাহিক মতবিনিময় করার সিদ্ধান্ত গৃহিত হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন