পাইকগাছা প্রতিনিধি ॥
বয়স দুই বছর পূর্ণ হতে এখনো কয়েক মাস বাকী রয়েছে। সবেমাত্র একটু একটু করে হাঁটতে শুরু করেছে, যায় না স্কুলে, পারে না ঠিক মত পড়তে, কিন্তু বয়স দুই বছর পূর্ণ না হলে কি হবে? প্রতিভা’তো আর বয়স মেপে হয় না। মাত্র দেড় বছর বয়সেই ট্যুইটারে শিশুতোষ গেম্স খেলে অসাধারণ প্রতিভা’র পরিচয় দিয়েছেন পাইকগাছার শিশু আলভীনা তানহা। শিশু তানহা পৌর সদরের রয়্যাল ফিস ট্রেডিং এর সত্ত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপনের ছোট মেয়ে। তানহা’র মা আফরোজা পারভীন শিল্পী জানান, এক বছর বয়স থেকেই তানহা মোবাইল ব্যবহার করতে সক্ষম হয়। বর্তমানে সে সকালে ঘুম থেকে উঠেই বাবার মোবাইল অথবা ট্যাব নিয়ে সারাদিন কমবেশী শিশুতোষ গেম্স খেলে। অনেক সময় আমরা বিরক্ত হয়ে নেট কানেকশন বন্ধ করে দিলে সে নিজেই নেট কানেকশন দিয়ে ইউ’টিউব এর মাধ্যমে গেম্স খেলতে শুরু করে। তার পছন্দের গেম্স গুলো হলো রেইন রেইন, পাপা ফিঙ্গার, জনি জনি আর গানের মধ্যে পছন্দ হলো বাবুই গান, টুং টাং পিয়ানো। এ ব্যাপারে শিশু বিশেষজ্ঞ ডাক্তার মুহাম্মদ কওছার আলী জানান, সচারাচার কোন শিশু মধ্যে এত কম বয়সে এমন প্রতিভা থাকে না। অতিরিক্ত স্বরণশক্তির ফলে কিছু কিছু শিশুদের ক্ষেত্রে এমন প্রতিভা দেখা যায়। তবে এ ধরণের প্রযুক্তি শিশুদের যেমন মানষিক বিকাশ ঘটে তেমনি অতিরিক্ত ব্যবহারের ফলে ভবিষ্যতে শিশুদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে।
বয়স দুই বছর পূর্ণ হতে এখনো কয়েক মাস বাকী রয়েছে। সবেমাত্র একটু একটু করে হাঁটতে শুরু করেছে, যায় না স্কুলে, পারে না ঠিক মত পড়তে, কিন্তু বয়স দুই বছর পূর্ণ না হলে কি হবে? প্রতিভা’তো আর বয়স মেপে হয় না। মাত্র দেড় বছর বয়সেই ট্যুইটারে শিশুতোষ গেম্স খেলে অসাধারণ প্রতিভা’র পরিচয় দিয়েছেন পাইকগাছার শিশু আলভীনা তানহা। শিশু তানহা পৌর সদরের রয়্যাল ফিস ট্রেডিং এর সত্ত্বাধিকারী গোলাম কিবরিয়া রিপনের ছোট মেয়ে। তানহা’র মা আফরোজা পারভীন শিল্পী জানান, এক বছর বয়স থেকেই তানহা মোবাইল ব্যবহার করতে সক্ষম হয়। বর্তমানে সে সকালে ঘুম থেকে উঠেই বাবার মোবাইল অথবা ট্যাব নিয়ে সারাদিন কমবেশী শিশুতোষ গেম্স খেলে। অনেক সময় আমরা বিরক্ত হয়ে নেট কানেকশন বন্ধ করে দিলে সে নিজেই নেট কানেকশন দিয়ে ইউ’টিউব এর মাধ্যমে গেম্স খেলতে শুরু করে। তার পছন্দের গেম্স গুলো হলো রেইন রেইন, পাপা ফিঙ্গার, জনি জনি আর গানের মধ্যে পছন্দ হলো বাবুই গান, টুং টাং পিয়ানো। এ ব্যাপারে শিশু বিশেষজ্ঞ ডাক্তার মুহাম্মদ কওছার আলী জানান, সচারাচার কোন শিশু মধ্যে এত কম বয়সে এমন প্রতিভা থাকে না। অতিরিক্ত স্বরণশক্তির ফলে কিছু কিছু শিশুদের ক্ষেত্রে এমন প্রতিভা দেখা যায়। তবে এ ধরণের প্রযুক্তি শিশুদের যেমন মানষিক বিকাশ ঘটে তেমনি অতিরিক্ত ব্যবহারের ফলে ভবিষ্যতে শিশুদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন