সোমবার, ২২ আগস্ট, ২০১৬

পাইকগাছার সিনিয়র স্টাফ নার্স হামিদা জাতীয় স্বর্ন পদকের জন্য মনোনিত

পাইকগাছা প্রতিনিধি॥
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স হামিদা খাতুন সেবিকা হিসাবে জাতীয় স্বর্নপদকের জন্য মনোনিত হয়েছেন। ২০১৫-২০১৬ অর্থ বছরের উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ সেবা পরিদপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) নাছিমা পারভীন স্বাক্ষরিত ডিএনএস/শা-৫/বাজেট/স্বর্নপদক/২০১৫-২০১৬/৫১১৫ নং স্মারকে হামিদা খাতুনের পদক প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য হামিদা খাতুন পাইকগাছা পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের মোঃ শামসুল হকের স্ত্রী। তিনি সিনিয়র স্টাফ নার্স হিসাবে ১৯৯৩ সালের ১৮ মে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। এরপর তিনি সাতক্ষীরার শ্যামনগর কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ১৯৯৮ সালের ২৫ জুন থেকে সুনামের সহিত অদ্যাবধি পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন। ব্যক্তিগত জীবনে হামিদার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। জাতীয় স্বর্ন পদকে মনোনিত হওয়ায় হামিদাকে অভিনন্দন জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশসহ সকল মেডিকেল অফিসার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন