
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান পাকিস্তানের কারাগার থেকে দেশে প্রত্যাবর্তনের পর ১৯৭২ সালের ২২ ফেব্রুয়ারি ওয়াপদার বেড়িবাঁধ উদ্বোধনের উদ্দেশে পাইকগাছা সফর করেন। আলমতলাস্থ বেড়িবাঁধের উদ্বোধনী অনুষ্ঠান শেষে পানি উন্নয়ন বোর্ডের অতিথি ভবনে এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় গড়ইখালী ইউনিয়নের পাতড়াবুনিয়া গ্রামের মৃত মুন্সী তাজেল গাজীর ১২ বছরের শিশু পুত্র মোঃ দাউদ আলীর হাতে হাত দিয়ে শুভেচ্ছা বিনিময় করার সময় বঙ্গবন্ধুর মুখ থেকে ব্যবহৃত (ট্যোবাকো) পাইপটি মাটিতে পড়ে যায়। পরে বঙ্গবন্ধু পাইপটি আর ওঠাননি। এ সময় শিশু দাউদ আলী পড়ে থাকা পাইপটি কুড়িয়ে নিয়ে নিজের কাছে যতœ করে রেখে দেয়। ৩১ বছর নিজের কাছে রাখার পর পাইপটি একই এলাকার রায় সাহেব কালি চরণ মন্ডলের পুত্র ভবতোষ মন্ডলের হেফাজতে রেখে দেন। দীর্ঘদিন পর দাউদ আলী ও ভবতোষ পাইপটি বঙ্গবন্ধু জাদুঘরে সংরক্ষণের উদ্দেশে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয়। আর এ লক্ষে তারা দু’জন শরণাপন্ন হয় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক মলঙ্গীর নিকট। এ ঘটনা শোনার পর মলঙ্গী বিষয়টি থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মদকে অবহিত করেন। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার দুপুরে সকলের উপস্থিতিতে পাইপটি ওসি মারুফ আহম্মদের নিকট হস্তান্তর করেন দাউদ আলী ও ভবতোষ। এ ব্যাপারে ওসি মারুফ আহম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত বঙ্গবন্ধুর ব্যবহৃত দূর্লভ পাইপটি বঙ্গবন্ধু জাদুঘরে হস্তান্তরের ব্যাপারে প্রয়োজনীয় সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন