বুধবার, ৩ আগস্ট, ২০১৬

পাইকগাছায় ফলদ বৃক্ষ মেলার সমাপনিতে ২৪ কৃষক ও নার্সারী ব্যবসায়ীকে পুরস্কার প্রদান

পাইকগাছা  প্রতিনিধি ॥
পাইকগাছা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা ও সেমিনার- ২০১৬ এর সমাপনি অনুষ্ঠান বুধবার বিকালে কৃষি অফিস চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন, কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, উপজেলা য্বু উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা নরেন্দ্রনাথ মৌলিক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহীন ইসলাম, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আহম্মদ আলী মোড়ল। বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোজহার আলী, অরুণ কুমার পাল, গোলাম সরোয়ার ও উত্তম কুন্ড, কৃষক ফসিয়ার রহমান, অশিম কুমার রায়, কৃষ্ণা রানী কবিরাজ, হাতেম আলী সরদার ও খালেক জমাদ্দার। অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী ২৪ জন কৃষক ও নার্সারী ব্যবসায়ীকে অনুষ্ঠানে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন