বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

পাইকগাছায় ছাত্তার গাজী নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় সাত্তার গাজী (৭০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। ছাত্তার উপজেলার চাঁদখালী ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত আছের গাজীর ছেলে। মঙ্গলবার সন্ধ্যার দিকে সৎ ভাই ইউপি সদস্য আব্দুল মান্নান গাজীর গড়েরডাঙ্গাস্থ বিএমএম ইটের ভাটায় সাত্তার গাজীর মৃতদেহ স্থানীয় ছেলে মেয়েরা দেখতে পেলে পরে বিষয়টি থানা পুলিশকে খবর দেয়া হয়। ওই রাতেই থানা পুলিশ ঘটনাস্থল থেকে ছাত্তারের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে এসআই স্বপন রায় জানান, ছাত্তার ব্যক্তিগত ভাবে চির কুমার ছিল। সে হার্ণিয়া রোগে ভুগছিল এবং অনেকটাই মানষিক ভারসাম্যহীন ছিল বলে তার পরিবার দাবী করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে ওসি মারুফ আহম্মদ জানিয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন