বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০১৬

পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত

পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলন, মাঙ্গলিক শোভাযাত্রা, আলোচনা সভা, প্রসাদ বিতরণ, গীতাপাঠ প্রতিযোগিতা ও ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানের মধ্যদিয়ে ভগমান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সরল কালিবাড়ী কেন্দ্রীয় পূজা মন্দির চত্ত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমিরণ সাধুর সভাপতিত্বে দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান, আ’লীগনেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন কুমার ভদ্র, শেখ কামরুল হাসান টিপু, এ্যাডঃ অজিত কুমার মন্ডল, প্রাক্তন অধ্যাপক রমেন্দ্রনাথ সরকার, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবিন্দ্রনাথ রায়, যুবলীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, জগদীশ চন্দ্র রায়, মৃত্যুঞ্জয় সরদার, ছাত্রলীগনেতা শেখ আবুল কালাম আজাদ। হিন্দু বৌদ্ধ ও পূজা পরিষদ নেতা আনন্দ মোহন বিশ্বাস ও তৃপ্তি রঞ্জন সেনের পরিচালনায় বক্তব্য রাখেন, মুরারী মোহন সরকার, মনোহর চন্দ্র সানা, কৃষ্ণপদ মন্ডল, কৌস্তুভ রঞ্জন সানা, অনাথ বন্দু মন্ডল, দেবব্রত রায়, অখিল মন্ডল, সুকৃতি মোহন সরকার, বিজন বিহারী সরকার, হেমেশ চন্দ্র মন্ডল, রবিন্দ্রনাথ কর্মকার, প্রাণকৃষ্ণ দাশ, কল্লোল মল্লিক, শিবু প্রসাদ, পলাশ রায়, দিপঙ্কর মন্ডল, প্রকাশ ঘোষ বিধান ও ¯েœহেন্দু বিকাশ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক মাঙ্গলিক শোভাযাত্রা পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন