মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০১৬

পাইকগাছা কলেজ জাতীয়করণ ঘোষণায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী

বিশেষ প্রতিনিধি॥
ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয়করণ ঘোষণায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেছে কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী প্রদান করার সময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মনোরঞ্জন মন্ডল, উপাধাক্ষ্য মিহির বরণ মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, প্রাক্তন উপাধাক্ষ্য রমেন্দ্রনাথ সরকার, পরিচালনা পর্ষদের সদস্য কামরুল ইসলাম, হেমেশ চন্দ্র মন্ডল, অধ্যাপক বিনয় কুমার মন্ডল, আজিজুর রহমান, আমান উল্লাহ গাজী, বিষ্ণুপদ পাল, নাথ বিষ্ণুপদ, জা.আ.ম. আব্দুল হাকিম, লিলিমা খাতুন, মাসুদুর রহমান মন্টু, তরুন কুমার মন্ডল, সাঈদুর রহমান, তারেক আহম্মেদ, মাধুরী রানী মন্ডল, সুলতানা জাহান, গনেশ কুমার, উজ্জ্বল কুমার বিশ্বাস, সত্যপ্রিয়, আব্দুর রাজ্জাক বুলি, সাংবাদিক আব্দুল আজিজ ও এন,ইসলাম সাগর। উল্লেখ্য ১৯৬৭ সালে স্থাপিত পাইকগাছা কলেজটি উপজেলার সবচেয়ে পুরাতন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম। সরকারী সকল সুযোগ সুবিধা থেকে উপেক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানটি এলাকাবাসী দীর্ঘদিন জাতীয়করণের দাবী জানিয়ে আসছিল। ২০১০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অত্র উপজেলা একটি কলেজ জাতীয়করণের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় স্থানীয় সংসদ সদস্য ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এ্যাড. শেখ মোঃ নুরুল হক কলেজটি জাতীয়করণের দাবী জানিয়ে গত ৩০ জুলাই প্রধানমন্ত্রী বরাবর ডিও/উপ-আনুষ্ঠানিকপত্র প্রদান করেন। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সর্বশেষ ধাপে দেশের ৬৪টি মহা-বিদ্যালয় জাতীয়করনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদয় সম্মতি প্রদান করেন মর্মে গত ১৭ আগষ্ট প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১, সাজ্জাদুল হাসান স্বাক্ষরিত পরিপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যেখানে ৬৪ টি কলেজের মধ্যে পাইকগাছা কলেজের অবস্থান রয়েছে ৫১ তম। এদিকে কলেজ জাতীয়করণ ঘোষণা হওয়ায় ১৮ আগষ্ট শিক্ষামন্ত্রালয়ের সিনিয়র সহকারী সচিব নাছিমা খানম স্বাক্ষরিত এক আদেশে সংশ্লিষ্ট কলেজে নিয়োগ নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন