পাইকগাছায় ব্যবসায়ীর বাড়ীতে ডাকাতি ও হামলার ঘটনায় আটক আসামীকে ২ দিনের রিমান্ড শেষে আদালতে পাঠানো হয়েছে। রিমান্ডে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়াগেছে বলে মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছে। উল্লেখ্য, গত ২৭ জুলাই উপজেলা গদাইপুর ইউনিয়নের হিতামপুর গ্রামের নার্সারী ব্যবসায়ী সুকুমার অধিকারীর বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতদের হামলায় বাড়ীর মালিক সুকুমার গুরুতর আহত হয়। এ ঘটনায় পরের দিন আহত সুকুমারের ছেলে দিপঙ্কর অধিকারী বাদী হয়ে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করে। মামলায় থানা পুলিশ চট্টগ্রামের পুঁটিয়া থানার কচুয়াই গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে (গদাইপুর এলাকার ভাড়াটিয়া) মোঃ আলী (৪৭), ঘোষাল গ্রামের সহিল উদ্দীনের ছেলে সাবেক সেনা সদস্য আসাদুর রহমান (৪৬) ও গদাইপুর গ্রামের খন্দকার আব্দুল জলিলের ছেলে জাকির হোসেন (৩৫) কে আটক করে পৃথক পৃথক ভাবে ৫ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে সোপর্দ করে। মঙ্গলবার শুনানী শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক গাজী জামসেদুল হক অসুস্থ্যতার কারণে আসামী আসাদুরকে জেল গেটে জিজ্ঞাসাবাদ এবং আসামী মোঃ আলীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই স্বপন রায় জানান, বুধ ও বৃৃহস্পতিবার ২ দিনের রিমান্ড শেষে শুক্রবার আসামী আলীকে আদালতে পাঠানো হয়। ওসি মারুফ আহম্মদ জানান, রিমান্ডে আলীর কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে যা যাচাই বাছায় করে দেখা হচ্ছে। এ ছাড়া আগামী রোববার এ মামলার অপর আসামী জাকিরের রিমান্ড শুনানীর দিন ধার্য রয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন