রবিবার, ৭ আগস্ট, ২০১৬

পাইকগাছায় সেটেলমেন্ট কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ কেলেংকারীর অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি॥
পাইকগাছা উপজেলা সেটেলমেন্ট অফিসার কাজী আসাদুজ্জামানের বিরুদ্ধে ঘুষ কেলেংকারীসহ নানাবিধ অভিযোগ করা হয়েছে বিভিন্ন দপ্তরে। বিষয়টি সুষ্ঠু তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন এলাকাবাসী।  সুত্রমতে-পাইকগাছা উপজেলা লক্ষ্মীখোলা গ্রামের পীর আলী শেখের কন্যা মনোয়ারা খাতুন আলমতলা মৌজায় .১৬ একর সম্পত্তি ক্রয় করে যাহা বাংলাদেশ জরিপে ৫১৮ নং খতিয়ানে প্রকাশ পেয়েছে। খতিয়ানে দেখা যায় মনোয়ারা খাতুন এর স্থলে আনোয়ারা খাতুন ছাপা হয়েছে। যাহা সংশোধনের জন্য আবেদন করলে দু’সপ্তাহ অতিবাহিত হওয়ার পর উপজেলা সেটেলমেন্ট অফিসার কাজী আসাদুজ্জামান ১ হাজার পাঁচশত টাকা ঘুষ দাবী করেন। যাহা দিতে অস্বীকার করেন আবেদনকারী মনোয়ারা খাতুনের ভাগ্নে রবিউল ইসলাম। এছাড়াও উক্ত অফিসারকে মিস কেস নং দেয়ার কথা বললে তিনি বিভিন্ন টালবাহানা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। উক্ত সেটেলমেন্ট কর্মকর্তা কাজী আসাদুজ্জামানের বিরুদ্ধে ঘুষ কেলেংকারীর অভিযোগ এনে পরিচালক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ঢাকা, জেলা প্রশাসক খুলনা ও জোনাল সেটেলমেন্ট অফিসার খুলনা জোন বরাবর অভিযোগ করা হয়। এ নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। অবিলম্বে তাকে বদলীসহ সুষ্ঠু তদন্তের দাবী জানান এলাকাবাসী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন