
পাইকগাছায় কতিপয় ব্যক্তিদের বিরুদ্ধে বনায়ন সমিতির দুই সদস্যকে মারপিট ও বনায়ন ক্ষতিসাধন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বনায়ন সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার দেলুটি পূর্বপাড়া বনায়ন সমিতির সদস্যরা বন বিভাগের সাথে চুক্তিবদ্ধ হয়ে এলাকায় সামাজিক বনায়ন করেন। মঙ্গলবার বিকালে একই এলাকার ছামাদ গাজীর ছেলে জাহাঙ্গীর শেখের গরু সামাজিক বনায়নের রোপন করা চারা নষ্ট করতে থাকলে সমিতির সদস্যরা গরু টিকে খোয়াড়ে দেয়ার উদ্যোগ নিলে জাহাঙ্গীর ও তার লোকজন সমিতির সদস্য কার্তিক সরদার ও বিরুপাক্ষ সরকারকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। এর আগেও তারা গবাদী পশুদিয়ে সম্পূর্ণ বাগান বিনষ্ট করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ঘটনায় বনায়ন সমিতির সভাপতি মিলন সরকার, সদস্য পিটার মন্ডল, বিশাল মন্ডল ও আনোয়ার হোসেন বাদী হয়ে জাহাঙ্গীর শেখ, নূর নাহার বেগম, বদিয়ার শেখ, কুদ্দুস শেখ, ছামাদ গাজী, মোস্তফা গাজী ও আতিয়ার শেখ সহ কয়েকজনকে বিবাদী করে বুধবার উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে ইউএনও এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে থানার অফিসারকে নির্দেশ দেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন